ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিসিসির বিজয় উৎসবে দেশ অপেরার তিন যাত্রাপালা

প্রকাশিত: ০৩:১৫, ১৩ ডিসেম্বর ২০১৪

সিসিসির বিজয় উৎসবে দেশ অপেরার তিন যাত্রাপালা

সংস্কৃতি ডেস্ক ॥ মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় উৎসবে তিনটি যাত্রাপালা নিয়ে অংশ নিচ্ছে যাত্রাদল দেশ অপেরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মনজুর আলম আগামী ১৫ ডিসেম্বর বন্দর নগরীর বাকলিয়া নতুন স্টেডিয়ামে এ বিজয় মেলার উদ্বোধন করবেন। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে শান্তি রঞ্জন দে রচিত যাত্রাপালা ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’। বীরত্বগাথা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে রচিত এ পালায় প্রতীকী রূপে দেখা যাবে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের শৌর্যবির্য এবং সম্রাজ্যবাদী চক্রের শৌচনীয় পরাজয়ের কথাচিত্র। পরিবেশনায় ১৬ ডিসেম্বর রয়েছে জাগরণমূলক পালা ‘বর্গী এলো দেশে’। পালাটি রচনা করেছেন বজেন্দ্র কুমার দে। বিজয় উৎসবের সমাপনী মঞ্চে ১৭ ডিসেম্বর প্রদর্শিত হবে শচীন সেন গুপ্তের ‘নবাব সিরাজউদ্দৌলা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক নিবন্ধিত সনামধন্য যাত্রাদল দেশ অপেরা প্রযোজিত তিনটি পালা নির্দেশনা দিয়েছেন যাত্রানট মিলন কান্তি দে। দেশব্যাপী ব্যাপক প্রশংসিত এই পালাগুলোতে অভিনয় করেছেন যাত্রাশিল্পী রিক্তা সুলতানা, গাজী বেলায়েত, এম আলীম, সিরাজুল ইসলাম, সুনীল দে, লুৎফুন্নেসা রিক্তা, মনিমালা, সুদর্শন চক্রবর্তী, ডাঃ দীপক বণিক, মোবারক আলী, উদয় সরকার, আবুল কালাম আজাদ, নিলয় রহমান, অলি উল্লাহ অলি, নিভা, বাচ্চু খান, আলমাস, এনএ পলাশ প্রমুখ।
×