ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে জুয়াড়িরা হাতিয়ে নিচ্ছে কৃষকের টাকা

প্রকাশিত: ০৬:১৬, ১১ ডিসেম্বর ২০১৪

লালমনিরহাটে জুয়াড়িরা হাতিয়ে নিচ্ছে  কৃষকের টাকা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১০ ডিসেম্বর ॥ লালমনিরহাটে আমন ধানের ও শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। ধানের ও সবজির দামও পেয়েছে কৃষক। তাই গ্রামের কৃষক ও কৃষিশ্রমিকের হাতে নগদ অর্থের সরবরাহ ঘটেছে। এই অর্থের দিকে চোখ পড়েছে জুয়াড়ি সিন্ডিকেটের। কৃষকের ও কৃষিজীবী শ্রমিকের সচ্ছলতায় ভাগবসাতে গ্রামে গ্রামে এক শ্রেণীর টাউট বাটপার প্রতিরাতে রকমারি জুয়ার আসর বসাচ্ছে। জুয়া খেলে কৃষক ও কৃষিজীবী শ্রমিকরা নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। এই আসরে যোগ দিয়ে যুব সমাজ নীতি নৈতিকতা হারিয়ে ফেলছে। গ্রামীণ সমাজেও তৈরি হচ্ছে অস্থিরতা। বেড়ে যাচ্ছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। জেলা সদরের বড়বাড়ি, পঞ্চগ্রাম, মহেন্দ্রনগর, মোগলহাট, কুলাঘাট, রাজপুর, খুনিয়াগাছ ও সাপ্টিবাড়িতে প্রতিরাতে নানা ধরনের জুয়ার আসর বসে। এসব জুয়ায় অংশ নিতে হাজার হাজার মানুষ জমায়েত হয়। মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব জানান, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জুয়ার আসরের খবর দিয়েও অদৃশ্য কারণে জুয়া বন্ধ হচ্ছে না। জুয়া সম্পর্কে লালমনিরহাট পুলিশ সুপার মোঃ মোজাহিদুল ইসলাম জানান, জুয়া জুয়া করে পাগল হয়ে গেলাম।
×