ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদালতের নির্দেশে চট্টগ্রামে ‘মেয়র বাংলো’ নির্মাণ কাজ বন্ধ

প্রকাশিত: ০৬:১৬, ১১ ডিসেম্বর ২০১৪

আদালতের নির্দেশে চট্টগ্রামে ‘মেয়র বাংলো’ নির্মাণ  কাজ বন্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর টাইগার পাস এলাকায় ‘মেয়র বাংলো’ নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। আদালতের আদেশে বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন উপস্থিত হয়ে কাজ বন্ধের নির্দেশ প্রদান করেন। এর ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের জন্য বাংলো নির্মাণের কাজ অনিশ্চয়তার মধ্যে পড়ল। মেয়রের বাসভবন হিসেবে টাইগার পাস এলাকায় ৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই বাংলো নির্মাণের কাজ শুরু হয়েছিল। প্রক্রিয়া শুরুর পর এর বিরুদ্ধে মামলা করে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের সেক্রেটারি আসাদুজ্জামান সিদ্দিকী। এতে তিনি বাংলোটি পরিবেশ ধ্বংসের কারণ হবে বলে অভিযোগ আনেন। মামলাটি দায়ের হয় ২০১১ সালের ৩ সেপ্টেম্বর। ঐ বছরের ৭ সেপ্টেম্বর বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারি করে। তবে আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রিটটি খারিজ করে দেয়। আপীল বিভাগেও খারিজ হয় একই আবেদন। ২০১৪ সালের ৪ ডিসেম্বর একই সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে আরও একটি রিট দায়ের করা হয়। এর প্রেক্ষিতে গত রবিবার বিচারপতি কাজী রেজাউর হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ একসপ্তাহের জন্য নির্মাণ কাজের স্থিতাবস্থা জারি করেন। সে অনুযায়ী বাংলো নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আদালতের আদেশ থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বুধবার সকালে অকুস্থলে গিয়ে মেয়র বাংলো নির্মাণ কাজ বন্ধের নির্দেশ প্রদান করেন। ফলে বাংলো নির্মাণে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
×