ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় বিস্ফোরণে নিহত জাকিরের বাড়িতে শোকের মাতম

প্রকাশিত: ০৬:১৫, ১১ ডিসেম্বর ২০১৪

মালয়েশিয়ায় বিস্ফোরণে নিহত জাকিরের বাড়িতে শোকের মাতম

হাসিব রহমান, ভোলা ॥ ২ মাস পরেই বাড়িতে ফিরে আসার কথা ছিল জাকিরের, নতুন ঘর তৈরি করে আবার ফিরে যাওয়ার কথা থাকলেও জীবিত নয় তার লাশ গ্রহণ করতে হবে স্বজনদের। মালয়েশিয়ায় কয়লা খনীতে সিলিন্ডার বিস্ফোরণে ভোলার শ্রমিক জাকির হোসেনের নিহত হওয়ার খবর বুধবার বিকালে তার পরিবারের স্বজনদের মধ্যে চলে আহাজারি আর কান্নার রোল। ছেলেকে হারিয়ে তার মা বার বার মূর্ছা যাচ্ছিলে। একই অবস্থা জাকিরের স্ত্রী পারভীন বেগমে। পুত্র শোকে কারত সত্তর উর্ধ বৃদ্ধ ছায়েরা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরে বাজানরে, আমারে তুই কি বুজ দিলি, তুই আমার উরপে কি গোস্যা কল্লি আমারে আর তিন নাতিরে তুই হুদা (নিঃস্ব) বানাইলি কিয়ারে! পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন করুন মৃত্যুতে শোকে হতবিহব্বল স্বজনরা। ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের চাচড়া গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে জাকির হোসেন। কাজের সন্ধানে গত ৮ বছর ৬৪ শতাংশ জমি বিক্রি করে ২০০৭ সালে মালয়েশিয়া যান। সর্বশেষ ৫বছর আগে দেশে ফিরে পরিবারের খোঁজ খবর নিয়ে ফের পাড়ি জমান মালয়েশিয়াতে।
×