ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা ২৩৯/১০, ওকস ৪৭/৬

প্রকাশিত: ০৫:৫৫, ১১ ডিসেম্বর ২০১৪

শ্রীলঙ্কা ২৩৯/১০, ওকস ৪৭/৬

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস ওকসের বোলিং তোপে পঞ্চম ওয়ানডেতে ১ ওভার বাকি থাকতে ২৩৯ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কুমার সাঙ্গাকারা ও এ্যাঞ্জেলো ম্যাথুস ছাড়া কোন লঙ্কান ব্যটসম্যান ইংলিশ গোলকবাজদের সামনে দাঁড়াতে পারেননি। পাল্লেকেলেতে টস জিতে ফিল্ডিং বেছে নেন সফরকারী এ্যালিস্টার কুক। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে শুরুতেই ধাক্কা দেন স্টিবেন ফিন। রানের খাতা খোলার আগেই ওপেনার কুশল পেরেরাকে ফিরিয়ে দেন তিনি। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন সাঙ্গাকারা ও তিলকারতেœ দিলশান। ৩৫ রান করা দিশানকে ফেরান ক্রিস জর্ডান। মাত্র ২ রানে মাহেলা জয়াবর্ধনেকে তুলে নিয়ে দুরন্ত মিশন শুরু করেন ওকস। ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে লঙ্কানরা। এ পর্যায়ে সাঙ্গাকারার সঙ্গে যোগ দেন ম্যাথুস। ফর্মের তুঙ্গে থাকা অধিনায়ক আউট হন ব্যক্তিগত ৪০ রানে। সুপার সাঙ্গাকারা নিজের মতো চালিয়ে গেলেও অপরপ্রান্তে চলতে থাকে পতনের খেলা। থিসারা পেরেরার ২৭ উল্লেখযোগ্য। ওকসের বলে জো রুটের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১২৩ বলে ১০ চারের সাহায্যে ৯১ রান করেন সাঙ্গাকারা। ৮ ওভারে ৪৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন ওকসÑ২৩ ম্যাচে এটি তার দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ২ উইকেট নেন ক্রিস জর্ডান।
×