ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক রেটিং দাবা শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৪, ১১ ডিসেম্বর ২০১৪

আন্তর্জাতিক রেটিং  দাবা শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ডাঃ শাহরিয়ার মেমোরিয়াল আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন দাবা কিংবদন্তি, ‘দাবার রানী’খ্যাত রানী হামিদ। প্রতিযোগিতার স্থান খান হাসান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় (১৮, ফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠালবাগান, ঢাকা)। দাবাড়ুদের এন্ট্রি ফি হচ্ছে রেটেড দাবাড়ুদের জন্য ১৫০ এবং ননরেটেড দাবাড়ুদের জন্য ২০০ টাকা। এন্ট্রির শেষ সময় ১০ ডিসেম্বর রাত ৮টা। যোগাযোগ করতে হবে বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিস সহকারী সাইফুল ইসলাম এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের দফতর সম্পাদক মির্জা রাজীব আহমেদ পিয়ালের সঙ্গে। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছেÑ প্রথম থেকে অষ্টম পর্যন্ত ৫ হাজার, ৩ হাজার, আড়াই হাজার, ২ হাজার, দেড় হাজার ও ১ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকার অর্থ পুরস্কার। আয়োজনে গোল্ডেন চেস ক্লাব। পৃষ্ঠপোষকতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাব। উল্লেখ্য, দীর্ঘদিন পর বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগের বাইরে এ ধরনের একটি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সেঞ্চুরিতে জবাব যুবরাজের স্পোর্টস রিপোর্টার ॥ যুবরাজ সিং ভারতের গত বিশ্বকাপ জয়ের নায়ক। অথচ এবার ত্রিশ জনের প্রাথমিক দলে জায়গা হয়নি তার! সৌরভ গাঙ্গুলিসহ সাবেক তারকাদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। মাত্র চার দিনের মধ্যে যুবরাজ জবাবটা দিলেন ব্যাট দিয়ে! রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে পাঞ্জাবকে ১২০ রানের বড় ব্যবধানে জেতালেন তুখোড় অলরাউন্ডার। হরিয়ানার বিপক্ষে চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ৫৯ ও দ্বিতীয় ইনিংসে ১৩০ রানের ক্ল্যাসিক্যাল ইনিংস খেলে ম্যাচসেরা হন ৩২ বছর বয়সী যুবরাজ। স্কোর : পাঞ্জাব ২৭৩/১০ ও ৩৩০/৬ ডিক্লেঃ, হরিয়ানা ২৮৩/১০ ও ২০০/১০।
×