ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলের নৈপূণ্যে হতাশ জেরার্ড

প্রকাশিত: ০৫:৫১, ১১ ডিসেম্বর ২০১৪

দলের নৈপূণ্যে হতাশ জেরার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা দল লিভারপুল। গত মৌসুমেও লীগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় তাদের। সেই লিভারপুল এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে লজ্জাজনক পারফরমেন্স উপহার দিয়েছে। ইউরোপ সেরার লড়াইয়ের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। আর তাতে হতাশ দলটির সেরা তারকা এবং অধিনায়ক স্টিভেন জেরার্ড। তার মতে, লিভারপুল যেমন পারফরমেন্স উপহার দিয়েছে তাতে কোনভাবেই টুর্নামেন্টের শেষ ষোলোতে যাওয়ার উপযোগী ছিল না। মঙ্গলবার বাসেলের বিপক্ষে ড্র (১-১) করা ম্যাচের পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড বলেন, ‘না, লিভারপুল শেষ ষোলোতে যাওয়ার যোগ্য দল ছিল না। আমরা আজকের (মঙ্গলবার) ম্যাচে যেমন পারফরমেন্স করেছি বিদায়ের জন্য তাকে কোনভাবেই দায়ী করা যাবে না। এর আগের ম্যাচের অতিরিক্ত সময়ে আমরা বাজেভাবে একটি গোল হজম করি। গ্রুপ পর্বের বাধা পেরোনোর জন্য ছয়টি ম্যাচের পারফরমেন্সের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেই ম্যাচগুলোতে ভাল খেলিনি। তার ফলেই আমাদের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো।’ গত মৌসুমে লীগে ভাল পারফরমেন্স উপহার দেয়ার কারণ ছিল খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টা। সেই সঙ্গে লুইস সুয়ারেজের ভূমিকাও ছিল প্রশংসনীয়। কিন্তু লিভারপুলকে ছেড়ে চলতি মৌসুমের আগেই বার্সিলোনায় নতুন করে ঠিকানা গড়েন সুয়ারেজ। আর সুয়ারেজের জায়গাটা পূর্ণ করতে অলরেডরা দলে টানে ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে। কিন্তু বালোতেল্লি সেই স্থান দখল করতে পারেননি। তবে অধিনায়ক স্টিভেন জেরার্ড আশা করছেন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হয়ত আরও ভাল স্ট্র্রাইকার কিনবে লিভারপুল। সেই সঙ্গে মারিও বালোতেল্লিও নিজের সেরাটা দিতে পারবেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের মূল সমস্যা হচ্ছে দলে এখন মূল স্ট্রাইকারের অভাব। আমাদের প্রয়োজন মারিও বালোতেল্লিকে নিজের সেরা ফর্মে নিয়ে আসা। এই মুহূর্তটা আমাদের জন্য বেশ কঠিন। এই ক্লাব সময়ই চায় শক্তিমত্তা বৃদ্ধি করতে সব সময়ই চায় উন্নতির দিকে এগুতে। আশা করি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেও ক্লাব তা করবে।’এদিকে চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে জেরার্ডের। ক্লাব কর্তৃপক্ষ যদি তার সঙ্গে নতুন কোন চুক্তির প্রস্তাব না দেয় তাহলে লিভারপুলকে বিদায় বলা ছাড়া অন্য কোন উপায় থাকবে না ইংল্যান্ডের। সে জন্য এখন থেকেই বিকল্প স্থান খুঁজছেন স্টিভেন জেরার্ড। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার অবশ্য এর আগে ভিন দেশে গিয়ে ফুটবল খেলা চালিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সে ক্ষেত্রে জাতীয় দলের সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকেই অনুসরণ করার সম্ভাবনা বেশি। ল্যাম্পার্ড বর্তমানে মেজর লীগ সকারের (এমএলএস) ফ্রেঞ্চাইজি নিউইয়র্ক সিটিতে যোগ দিয়েছেন। লিভারপুল যদি জেরার্ডকে নতুন করে প্রস্তাব না দেয়, তাহলে বাল্যকালের ক্লাব ছেড়ে দেয়া পর্যন্ত তিনিই হবেন পাঁচ শ’র বেশি ম্যাচ খেলা ফুটবলার।
×