ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামনে বিশ্বকাপ ॥ টিভি তৈরির ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৫:১২, ১০ ডিসেম্বর ২০১৪

সামনে বিশ্বকাপ ॥ টিভি তৈরির ব্যাপক প্রস্তুতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে টেলিভিশন উৎপাদনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। সিআরটি, এলসিডি এবং এলইডি টেলিভিশন তৈরিতে দেশের শীর্ষ টিভি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন কাজ শুরু করে দিয়েছে। মাইওয়ান, গোলস্টার, লিমো, নোভা এবং আন্তর্জাতিক ব্র্যান্ড সনি, স্যামসাং, এলজি, হিটাচিসহ বিভিন্ন প্রতিষ্ঠান টিভি তৈরি ও আমদানি বাড়িয়ে দিয়েছে। এছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ৬৪ মডেলের এলইডি এবং সিআরটি টিভি আনার উদ্যোগ নেয়া হয়েছে। ওয়ালটনের ১৪ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চির ৩২টি মডেলের এলইডি টিভি রয়েছে। ক্রেতাদের সুবিধার্থে মডেলভেদে ইতোমধ্যে ৩০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। প্রতিষ্ঠানটি নিজস্ব কারখানায় অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে টিভি উৎপাদন শুরু করেছে। স্থাপন করা হয়েছে বিশাল ওয়্যার হাউস। যেখানে ১ লাখ ৭০ হাজার থেকে দুই লাখ টিভি মজুদ রাখা যায়। এলইডি টিভি উৎপাদনে দেশে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। এছাড়া উৎপাদন এবং মাননিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তি।
×