ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশিমপুর কারাগার খোয়া রাইফেলের সন্ধান মেলেনি ॥ আরও দুই রক্ষী সাসপেন্ড

প্রকাশিত: ০৫:০৩, ১০ ডিসেম্বর ২০১৪

কাশিমপুর কারাগার  খোয়া রাইফেলের  সন্ধান  মেলেনি ॥  আরও দুই রক্ষী সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৯ ডিসেম্বর ॥ গাাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খোয়া যাওয়া রাইফেলটির সন্ধান দুই দিনেও মেলেনি। এ ঘটনায় আরও দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে রবিবার অস্ত্রাগারের প্রধান কারারক্ষীকে দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়। ইতোমধ্যে ঘটনা তদন্তের জন্য পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, রবিবার খোয়া যাওয়া রাইফেলটির সন্ধান মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। তবে অস্ত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ কারাগার ছাড়াও একই ক্যাম্পাসে আরও তিনটি কারাগার রয়েছে। সব মিলিয়ে এ ক্যাম্পাসে ৪/৫টি অস্ত্রাগার আছে এবং বিভিন্ন পয়েন্টে সশস্ত্র কারারক্ষীরা দায়িত্ব পালন করছে। সেসব স্থানেও খোয়া যাওয়া অস্ত্রের সন্ধান চলছে। রবিবারের ঘটনায় সোমবার রাতে কারারক্ষী তৌহিদুল ইসলাম ও এহসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে রবিবার অস্ত্রাগারের প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রসঙ্গতঃ হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অস্ত্রাগারে অস্ত্র গণনার সময় রবিবার বিকেলে একটি রাইফেল পাওয়া যায়নি।
×