ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পতাকা বিক্রির ধুম

প্রকাশিত: ০৫:৪১, ৯ ডিসেম্বর ২০১৪

নওগাঁয় পতাকা বিক্রির ধুম

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ আর মাত্র ক’টা দিন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আসন্ন। দিবসটি পালনের প্রস্তুতি চলছে এখন বাংলার ঘরে ঘরে। সেই প্রস্তুতি থেকে পিছিয়ে নেই, উত্তর জনপদের সীমান্ত ঘেঁষা জেলা নওগাঁও। বিজয় দিবসকে সামনে রেখে জেলাজুড়ে জাতীয় পতাকা তৈরি ও বিক্রির ধুম পড়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে শহীদ মিনার ও বিজয় স্তম্ভগুলো। নতুন প্রজন্ম চেতনার রঙে উদ্ভাসিত। তারা পতাকার পাশাপাশি বিজয়ের নানা ধরনের স্টিকার কিনছে মহাউল্লাসে। বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সংগ্রহ করা হচ্ছে লাল-সবুজের বিজয় পতাকা। শিশুরা বিজয় পতাকা হাতে, মাথায়, কপালে ও হাতের কব্জিতে স্টিকার বেঁধে ছোটোছুটি করছে এখানে-সেখানে। শিশুদের অনাবিল আনন্দ যেন উৎসবের আমেজ ছড়িয়ে দিচ্ছে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, চারদিকে। শহরের দর্জি দোকানে জাতীয় পতাকা তৈরির কাজ চলছে। সেইসঙ্গে অন্যান্য জেলা থেকে বাঁশের লাঠির মাথায় বিভিন্ন সাইজের পতাকা বেঁধে কাঁধে নিয়ে ফেরি করে বিক্রি করছেন বেশ ক’জন বিক্রেতা। চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৮ ডিসেম্বর ॥ সংসদ সদস্য ডাঃ দীপু মনি সোমবার সকালে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠমঞ্চে চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তিনি। বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জহিরুল ইসলাম, সিপিবি চাঁদপুর জেলা সভাপতি মনিষা চক্রবর্তী, মেলার সদস্য সচিব এ্যাডভোকেট বদিউজ্জামান কিরণনসহ মুক্তিযোদ্ধারা। মেলার উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×