ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরব থেকে ২৬ বিদেশীসহ গ্রেফতার ১৩৫

প্রকাশিত: ০৪:২২, ৯ ডিসেম্বর ২০১৪

সৌদি আরব থেকে ২৬ বিদেশীসহ গ্রেফতার ১৩৫

সৌদি আরবে সন্ত্রাসবাদের অভিযোগে রবিবার ১৩৫জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে বিমান হামলাকারীদের জোটে দেশটি যোগ দেয়ার পর জঙ্গীদের প্রতিশোধ নেয়ার হুমকির প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হল। গ্রেফতারকৃতদের মধ্যে ২৬ জন বিদেশী নাগরিক রয়েছে। খবর এএফপির। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি সৌদি প্রেস এজেন্সিকে বলেন, গ্রেফতারকৃত বিদেশী ২৬ জনের মধ্যে ১৬ জন সিরিয়া ও তিনজন ইয়েমেনের নাগরিক। এছাড়া মিসর, লেবানন, আফগানিস্তান, ইথিওপিয়া, বাহরাইন ও রাষ্ট্রবিহীন ব্যক্তি রয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্ত গোষ্ঠীটি সন্ত্রাসী কর্মকা-ের জন্য একত্রিত হচ্ছিল। তারা সৌদি আরবের নিরাপত্তা ও স্থায়ীত্বের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সংঘবদ্ধ হয়। তবে তাদের কখন আটক করা হয়েছে সে ব্যাপারে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। গ্রেফতারকৃতদের মধ্যে ৪০ জন সংঘর্ষপূর্ণ এলাকায় গিয়েছে, জঙ্গী গোষ্ঠীটিতে যোগ দিয়েছে ও অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে। পরে তারা সৌদি আরবে ফিরে আসে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য।
×