ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি যাচ্ছে আজ

প্রকাশিত: ০৬:৫০, ৮ ডিসেম্বর ২০১৪

৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি যাচ্ছে আজ

বাংলানিউজ ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শৃঙ্খলা ভঙ্গ করে গত বৃহস্পতিবার রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যাওয়ার কারণে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়ে ব্যবস্থা নিতে আজ সোমবার নির্দেশ দেয়া হবে। রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ খবর নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই অতিরিক্ত সচিব বলেন, ‘আগামীকাল (সোমবার) চিঠি ইস্যু করা হবে। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া এবং গোপন বৈঠক করার বিষয়ে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। গোপন বৈঠকের খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হওয়ার পর প্রাথমিকভাবে ৩০ জনকে এই তালিকায় রেখে যাচাই-বাছাই করে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে চিঠিতে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিক সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, কোন সরকারী কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিকভাবে সম্পৃক্ত হতে পারেন না।
×