ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড়দিনের মূলে যে যিশু, জানে না অনেক ব্রিটিশ শিশু

প্রকাশিত: ০২:৫৪, ৮ ডিসেম্বর ২০১৪

বড়দিনের মূলে যে যিশু, জানে না অনেক ব্রিটিশ শিশু

যিশুখ্রিস্টের জন্মদিনে বড়দিন পালন করা হয় কিন্তু এক-তৃতীয়াংশ ব্রিটিশ শিশু এ তথ্য জানে না। সম্প্রতি দেশটির ১০ থেকে ১৩ বছর বয়সী ছেলেমেয়ের ওপর পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে আরও তথ্য পাওয়া গেছে যে, বাকি অর্ধেক শিশু মনে করে বড়দিনের উৎসবের সঙ্গে যিশুর জন্মের কোন সম্পর্ক নেই। আরও মজার তথ্য হলো, প্রাপ্তবয়স্ক প্রতি ১০ জনের মধ্যে মাত্র একজন যিশুর জন্মের চারটি ঘটনা সম্পর্কে সঠিক তথ্য দিতে পেরেছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, ‘ক্রিসমাস স্টারস উইথ খ্রিস্ট’ জরিপটি ২ হাজার পরিবারের ওপর করা হয়েছিল। এতে অর্থায়ন করে বাইবেল সোসাইটি। জরিপটি নিয়ে সমালোচকদের দাবি, গবেষণায় দেখা যাচ্ছে যে, স্কুলগুলো রাজনীতি শিক্ষার কেন্দ্রে হয়ে উঠছে। যেখানে অন্য ধর্মের মানুষের কাছে আপত্তিকর হতে পারে মনে করে যিশুর জন্মের ওপর ভিত্তি করে স্থানীয়ভাবে কোন নাটক স্কুলগুলোতে দেখানো হয় না। জরিপ পরিচালনাকারী প্রচারণা গোষ্ঠী ‘ক্রিসমাস স্টারস উইথ খ্রিস্ট’-এর ফ্রান্সিস গডউইন বলেন, বিশ্বের ধর্মনিরপেক্ষ দেশের মধ্যে ব্রিটেন দ্রুত প্রথম সাড়িতে উঠে আসছে। জাতি হিসেবে সমৃদ্ধি পেতে তারা ভাবছে তাদের ঈশ্বরের প্রয়োজন নেই এবং তাকে শুধু সংকটের মধ্যে ফিরিয়ে আনা হয়। তিনি আরও বলেন, স্কুলগুলোতে রাজনৈতিক শুদ্ধতার একটি সমস্যা রয়েছে। তারা ভাবছে তাদের সামগ্রিকভাবে ক্রিসমাসের জন্য খ্রীস্টান ভিতের ওপর আলোকপাত করা উচিত নয়। তবে এটি বিপথে চালিত করে। অন্য ধর্মের বিশ্বাসীরা এজন্য বিক্ষুব্ধ নয়। তবে ব্রিটেনে বসবাসরত মুসলিম শিশুরা তাদের ঈদ সম্পর্কে জানতে পারে। ডেইলি মেইল অনলাইন।
×