ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধূলা

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:১২, ৭ ডিসেম্বর ২০১৪

এস এস সি পরীক্ষার পড়াশোনা

সুধীর বরন মাঝি, শিক্ষক ডক্টর মালিকা কলেজ ,ঢাকা-১২০৯ ................................................................... প্রস্তুতি-৮ ১। ফুটবল খেলার মৌলিক কৌশল কয়টি ? (ক) ৬ টি (খ) ৭ টি (গ) ৮ টি (ঘ) ৯ টি । ২। ফুটবলের গোল পোষ্টের মাঝখানের দূরুত্ব কত ? (ক) ১০ গজ (খ) ৯ গজ (গ) ৮ গজ (ঘ) ৭ গজ । ৩। ফুটবল খেলায় লাল কার্ড দেখানো হয় কয়টি অপরাধের জন্য ? (ক) ৬ টি (খ) ৭ টি (গ) ৮ টি (ঘ) ৯ টি যেকোন একটির জন্য । ৪। পায়ে পায়ে বল গড়িয়ে নেওয়াকে কি বলে ? (ক) হ্যাডিং (খ) কিকিং (গ) পাসিং (ঘ) ড্রিবলিং । ৫। মস্তিকের বিশ্রাম পাওয়া যায় ? (ক) ঘুমে (খ) খেলাধুলায় (গ) গীতি নাট্যে (ঘ) আলোচনায়। ৬। মাটির উপরে স্ট্যাম্পের উচ্চতা কত ? (ক) ২৫ ইঞ্চি (খ) ২৬ ইঞ্চি (গ) ২৭ ইঞ্চি (ঘ) ২৮ ইঞ্চি । ৭। ক্রিকেটের আইন কয়টি ? (ক) ৪০ টি (খ) ৪১ টি (গ) ৪২ টি (ঘ) ৪৩ টি। ৮। রোটেশন শব্দটিট ব্যবহৃত হয় কোন খেলায় ? (ক) হ্যান্ডবল (খ) ভলিবল (গ) রাগবি (ঘ) হকি। ৯। এন্টিনা ব্যবহৃত কোন খেলায় ? (ক) ভলিবল (খ) স্কোয়াশ (গ) বক্সিং (ঘ) অ্যাচারী। ১০। ট্যাকলিং ব্যবহৃত হয় - (ক) ফুটবল (খ) টেনিস (গ) দাবা (ঘ) সঁতার খেলায়। ১১। ফলস্ রোপ কোন খেলার সাথে যুক্ত - (ক) এ্যাথলেটিক্স (খ) ডিসকাস থ্রো (গ) সাঁতার (ঘ) শুটিং। ১২। ব্যডমিন্টন কোর্টে ৬ ফুট ৬ ইঞ্চি লাইনকে বলা হয়? (ক) লংসার্ভিস লাইন (খ) সেন্টার লাইন (গ) ব্যাক বাউন্ডারী লাইন (ঘ) শর্ট সাভিস লাইন। ১৩। ব্যাডমিন্টন খেলায় সার্ভিস পল্ট হয় কয়টি কারনে ? (ক) ৮ টি (খ) ৯ টি (গ) ১০ টি (ঘ) ১১ টি। ১৪। ব্যাডমিন্টন খেলায় নেটের দৈর্ঘ্য কত ? (ক) ১৬ ফুট (খ) ২০ ফুট (গ) ১৮ ফুট (ঘ) ২২ ফুট । ১৫। ভলিবল খেলার প্রথম আইন কানুন তৈরী হয় কত সালে ? (ক) ১৮৯৪ সালে (খ) ১৮৯৫ সালে (গ) ১৮৯৬ সালে (ঘ) ১৮৯৭ সালে । ১৬। ভলিবল খেলায় নেটের উচ্চতা কত ? (ক) ২.৪৩ মিটার (খ) ২.৪০ মিটার (গ) ২.৫০ মিটার (ঘ) ৩ মিটার । ১৭। ভলিবল খেলায় লিবারো কি ? (ক) অতিরিক্ত খেলোয়াড় (খ) বিশেষজ্ঞ খেলোয়াড় (গ) অদক্ষ খেলোয়াড় (ঘ) একটি সার্ভিস । ১৮। ভলিবল খেলার উদ্ভব হয় ? (ক) লন্ডনে (খ) ইতালিতে (গ) জামানীতে (ঘ) যুক্তরাষ্ট্র । ১৯। ভলিবল খেলায় গেম হয় কত পয়েন্টে ? (ক) ২৫ পয়েন্ট (খ) ২৪ পয়েন্ট (গ) ২৩ পয়েন্ট (ঘ) ২৮ পয়েন্ট । ২০। ভলিবল খেলায় রোটেশন সময় ১নং খেলোয়াড় যাবে - (ক) ২নং খেলোয়াড়ের জায়গায় (খ) ৫নং খেলোয়াড়ের জায়গায় (গ) ৬নং খেলোয়াড়ের অবস্থানে (ঘ) কোন পরিবর্তন হবে না। ২১। কাবাডি খেলায় কয় ধরনের মাঠরযেছে ? (ক) ৬ ধরনের (খ) ৫ ধরনের (গ) ৪ ধরনের (ঘ) ৩ ধরনের । ২২। বাস্কেট বল খেলার পয়েন্ট গুলো কী কী - (ক) ৩-২-১ (খ) ৪-৩-২ (গ) ৩-২-৫ পয়েন্ট (ঘ) ৫-৪-৩ পয়েন্ট । ২৩। বিরতিসহ হকি খেলার সময় সীমা কত ? (ক) ৬০ মিনিট (খ) ৭০ মিনিট (গ) ৭৫ মিনিট (ঘ) ৮০ মিনিট । ২৪। হ্যান্ডবল খেলার জনক কে ? (ক) মার্ক স্পীজ (খ) আতাহার আলী (গ) জন বর্গার (ঘ) হোলজার নিয়েলসন । ২৫। বিরতিসহ হ্যান্ডবল খেলার সময় সীমা কত ? (ক) ২৫-১০-২৫ মিনিট (খ) ৩০-১০-৩০ মিনিট (গ) ২২-৫-২০ মিনিট (ঘ) ২২-১০-২০ মিনিট । ২৬। হকির শ্যুটিং সার্কেলের ব্যাসার্ধ কত গজ ? (ক) ১০ গজ (খ) ১৬ গজ (গ) ১২ গজ (ঘ) ১৮ গজ । ২৭। হকি খেলার গোল পোস্টের উচ্চতা কত ? (ক) ৭ ফুট (খ) ৮ ফুট (গ) ৯ ফুট (ঘ) ১০ ফুট । ২৮। কাবাডি খেলা পরিচালনার জন্য মোট কত জন অফিসিয়াল থাকে ? (ক) ২ জন (খ) ৪ জন (গ) ৫ জন (ঘ) ৬ জন । ২৯। ৪০ মিনিটের খেলায় একজন খেলোয়াড়ের মোট কয়টি ফাউল করলে তাকে অবশ্যই মাঠ ত্যাগ করতে হয় ? (ক) ৫ টি (খ) ৬ টি (গ) ৭ টি (ঘ) ৮ টি । ৩০। বাস্কেট বল খেলায় ফ্রি থ্রো থেকে কত পয়েন্ট হয় ? (ক) ৮ পয়েন্ট (খ) ৮ পয়েন্ট (গ) ২ পয়েন্ট (ঘ) ১ পয়েন্ট । ৩১। ৬.২৫ মিটার বাহির থেকে স্কোর করলে কত পয়েন্ট ? (ক) ৩ পয়েন্ট (খ) ৪ পয়েন্ট (গ) ২ পয়েন্ট (ঘ) ১ পয়েন্ট । ৩২। বাস্কেট বল খেলার সময় সীমা কত - (ক) ২০+১০+২০ মিনিট (খ) ২৫+৫+২৫ মিনিট (গ) ২০+৫+২০ মিনিট (ঘ) ৩০+১০+৩০ মিনিট । ৩৩। লবি কখন খেলার মাঠ হিসেবে গন্য হয় ? (ক) রেইড করার সময় (খ) দম দেওয়ার সময় (গ) খেলোয়াড় বদলের সময় (ঘ) স্ট্রাগলের সময় । ৩৪। কাবাডি খেলায় মাঠ খেলোয়াড় থাকে কত জন ? (ক) ৮ জন (খ) ৭ জন (গ) ৬ জন (ঘ) ৯ জন । ৩৫। কাবাডি খেলায় মাঠের উভয় দিকে ১ মিটার জায়গা থাকে তাকে বলে - (ক) লবি (খ) রেইডার (গ) বোনাস লাইন (ঘ) সিটিং ব্লক । উত্তর ১। (ক) ২। (গ) ৩। (খ) ৪। (ঘ) ৫। (ক) ৬। (গ) ৭। (গ) ৮। (খ) ৯। (ক) ১০। (ক) ১১। (গ) ১২। (ঘ) ১৩। (খ) ১৪। (খ) ১৫। (ঘ) ১৬। (ক) ১৭। (খ) ১৮। (ঘ) ১৯। (ক) ২০। (গ) ২১। (ঘ) ২২। (ক) ২৩। (গ) ২৪। (ঘ) ২৫। (খ) ২৬। (খ) ২৭। (ক) ২৮। (ঘ) ২৯। (ক) ৩০। (ঘ) ৩১। (ক) ৩২। (গ) ৩৩। (ঘ) ৩৪। (খ) ৩৫। (ক)
×