ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরীক্ষায় আবার ব্যর্থ আজমলের ভাগ্য ধোঁয়াশাচ্ছন্ন!

প্রকাশিত: ০৬:১১, ৬ ডিসেম্বর ২০১৪

পরীক্ষায় আবার ব্যর্থ আজমলের ভাগ্য ধোঁয়াশাচ্ছন্ন!

স্পোর্টস রিপোর্টার ॥ বোলিং এ্যাকশনে ত্রুটি থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাঁকে নিষিদ্ধ করেছে ক্রিকেট থেকে। আইসিসির পরীক্ষায় অবতীর্ণ হয়েও পাস করতে পারেননি। তারপর থেকে নিজের বোলিং এ্যাকশন শোধরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানী অফস্পিনার সাঈদ আজমল। কঠোর পরিশ্রম করেছেন গত কয়েক মাস ধরে। তাঁকে সহায়তা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের স্পিন কোচ সাকলাইন মুস্তাক। সম্প্রতিই একটি অনানুষ্ঠানিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। কিন্তু সেখানেও সন্তোষজনক কিছু করতে পারেননি আজমল। এর ফলে বিশ্বকাপের আগে ফেরার সম্ভাবনাটা ধোঁয়াশায় ছেয়ে গেছে তাঁর। কিছুদিন আগেই আইসিসির কাছে আজমলের বিষয়টি নতুন করে পরীক্ষা করা এবং বিবেচনা করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চিঠিও দিয়েছিল। তবে নতুন এ পরীক্ষায় ব্যর্থতার পর আজমলের ক্রিকেট ফেরাই হয়ে গেছে প্রায় অসম্ভব। আগামী জানুয়ারির ৭ তারিখের মধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য সম্ভাব্য একটি দলের তালিকা দিতে হবে পিসিবিকে। নতুন করে ক্রিকেটার নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আইসিসির ধারায় কিছুটা শিথিলতা আনা হয়েছিল। আর সেখানে অবৈধ বোলিং এ্যাকশনের জন্য নিষিদ্ধ ক্রিকেটারকে ঘরোয়া আসরে খেলার অনুমতি দেয়ার বিষয়টা যুক্ত করা হয়েছে। তাই পিসিবি আজমলকেও সে সুযোগ দেয়ার আবেদন করে আইসিসির কাছে। সপ্তাহ খানেক আগে লেখা চিঠিতে আজমলকে আবারও আইসিসি অনুমোদিত কোন পরীক্ষাগারে বায়োমেকানিক পরীক্ষা নেয়ার আবেদন করে পিসিবি। সে জন্য চলমান কায়েদে আজম ট্রফিতে কয়েকটি ম্যাচ খেলানোর ইচ্ছা ছিল আজমলকে। তাই একটি অনানুষ্ঠানিক একটি বায়োমেকানিক পরীক্ষাও করানো হয়েছে। তবে সেই পরীক্ষায় কিছুটা উন্নতি দেখাতে পারলেও পাস মার্ক পেতে ব্যর্থ হয়েছেন আজমল। আর সে কারণে ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আজমলের ক্রিকেটে ফেরার ভাগ্যটা। আইসিসির নীতিমালায় বোলিংয়ের সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রী পর্যন্ত হাত বাঁকানো যায়। কিন্তু আজমলের এক্ষেত্রে ৩৫-৪০ ডিগ্রীর মতো। এখনও ১৫ ডিগ্রীর চেয়ে অনেক ওপরে আছে আজমলের বোলিং আক্রমণের সময় বাঁকানো কনুই। সে কারণে নতুন করে আরও পরিশ্রম করতে হবে আজমলকে। আইসিসিকে সন্তুষ্ট করতে হলে নিজেকে শুধরাতে হবে অনেকখানি। ততদিন পর্যন্ত কী তিনি সময় পাবেন?
×