ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালামালসহ শ্রমিক অবরুদ্ধ

জনদাবি উপেক্ষা করে কলাপাড়ায় ক্লোজার নির্মাণের চেষ্টা

প্রকাশিত: ০৪:০১, ৬ ডিসেম্বর ২০১৪

জনদাবি উপেক্ষা করে কলাপাড়ায় ক্লোজার নির্মাণের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ ডিসেম্বর ॥ বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা পেয়ারপুর সংলগ্ন নদীতে কাজ শুরু না করে অন্যত্র ক্লোজার নির্মাণ করতে মালামাল নেয়ার সময় ক্ষুব্ধ লোকজন ঠিকাদারের লেবার সোহাগ হাওলাদার ও ট্রলার মাঝি ফেরদৌসকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পুলিশ বিকেল তিনটায় তাদের উদ্ধার করে। শুক্রবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জের পেয়ারপুরে এ ঘটনা ঘটেছে। ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার জানান, সিডরে বিধ্বস্ত পেয়ারপুরের বেড়িবাঁধ এলাকা সংলগ্ন নদীতে ক্লোজার করার জন্য গেল বছর পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নেয়। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তখন ক্লোজার করা হয়নি। পরবর্তীতে ৯৬ লাখ টাকার বরাদ্দ বাড়িয়ে এক কোটি ৩০ লাখ টাকা করা হয়। কিন্তু নির্ধারিত স্পটে ক্লোজার না করে পাঁচ কিলোমিটার দূরে করার জন্য ঠিকাদার মালামাল নিয়ে যাচ্ছিল। এতে ক্ষুব্ধ লোকজন শ্রমিকদের অবরুদ্ধ করে রাখে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ডালবুগঞ্জের কোন স্পটে কত টাকা বরাদ্দে কী ধরনের ক্লোজার করা হচ্ছে তা তার জানা নেই। তবে সদ্য অন্যত্র বদলি হওয়া একজন উপ-সহকারী প্রকৌশলী (এসও) জানান, ৪৭/২ পোল্ডারে গেল বছর ক্লোজার করার জন্য ৯৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু ঠিকাদার কাজ করেনি। এ বছর বাড়িয়ে এক কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটির স্থান পাল্টানোর ব্যাপারে কিছুই জানাতে পারেননি।
×