ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় স্ত্রীর পরকীয়ায় বাধা ॥ স্বামীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:২৯, ৪ ডিসেম্বর ২০১৪

সাতক্ষীরায় স্ত্রীর  পরকীয়ায় বাধা ॥ স্বামীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলায় স্ত্রীর পরকিয়ার বাধা দেয়ায় স্বামী মিজানুর রহমানকে (৩০) পিটিয়ে হত্যা করেছে নিহতের শ্বশুর ও একজন ইউপি সদস্য। নিহত মিজানুর পেশায় এক মোটরসাইকেল চালক। নিহতের বাড়ি সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে। সে আবুল সরদারের ছেলে। মঙ্গলবার রাত ১০ দিকে সাতক্ষীরার এল্লারাচর (আবাসন প্রকল্প) এলাকায় এই হত্যার ঘটনাটি ঘটেছে। নিহতের বোন চামেলি ও স্থানীয়রা জানায়, নিহত মিজানুর রহমান পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। সে এল্লারচর আবাসন প্রকল্প এলাকায় তার স্ত্রী তাসলিমা খাতুনসহ ২ সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। সম্প্রতি তার স্ত্রী তাসলিমা পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্ত্রী তাসলিমা কপালে আঘাতপ্রাপ্ত হন। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে মিজানুর তার স্ত্রীকে স্থানীয় এল্লারচর বাজারের এক ডাক্তারের কাছে চিকিৎসা দিয়ে ফেরার পথে বাজার কমিটির সভাপতি রেজাউল ইসলামের দোকানের সামনে পৌঁছালে স্থানীয় ইউপি সদস্য মিজান মেম্বর ও নিহতের মামা শ্বশুর রাজ্জাক খাঁ তার পথরোধ করে তাকে পিটটিয়ে মারাত্মক আহত করে।
×