ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ৪০

প্রকাশিত: ০৫:২৪, ৪ ডিসেম্বর ২০১৪

বরিশালে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ৪০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধকে কেন্দ্র করে বুধবার সকালে নগরীতে ইনিস্টিটিউট অব হেলথ টেকনোলজি-আইএইচটি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সাজেন্টসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বেলা ১১টার দিকে নগরীর বান্দ রোডের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মুখের সড়কে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৪ শিক্ষার্থীকে আটক করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থী সোনিয়া আক্তার জানান, প্যারামেডিক্যাল শিক্ষাবোর্ডের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন, বেকার সমস্যা দূরীকরণ, দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়াসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেলা ১১টায় নগরীর বান্দ রোডের মেডিক্যাল কলেজের সম্মুখের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষুব্ধ একাধিক শিক্ষার্থী জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে পুলিশ কোন কারণ ছাড়াই অতর্কিত লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। লাঠিচার্জে কমপক্ষে ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ২০ শিক্ষার্থীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অপর শিক্ষার্থী তন্নী আফরোজ অভিযোগ করে বলেন, পুলিশের পুরুষ সদস্যরা ছাত্রীদের বেধড়ক মারধর করেছে। তিনি ছাত্রীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি করেন। এ ব্যাপারে নগর পুলিশের উপকমিশনার সৈয়দ গোলাম রউফ জানান, রাস্তা অবরোধ করে দাবি আদায় হয় না। দাবি আদায়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হয়।
×