ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা মালয়েশিয়া গেল

প্রকাশিত: ০৪:২৬, ৪ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা মালয়েশিয়া গেল

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকে মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে অনুর্ধ-১২ ফুটবলারদের ফুটবল আসর ‘সুপার মক কাপ ২০১৪।’ এ লক্ষ্যে বুধবার রাতে বিমানযোগে মালয়েশিয়া যাত্রা করে ২০ সদস্যের বাংলাদেশ অনুর্ধ-১২ ফুটবল দল। এ টুর্নামেন্টে তো বটেই, যে কোন আসরেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের এই ক্ষুদে ফুটবলাররা। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্পেনের সেভিয়া এফসি, থাইল্যান্ডের চনবুরি এফসি এবং মালয়েশিয়া কগার্স। ৫ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ চনবুরির বিরুদ্ধে। এ আসরে ১০ দেশের ১৬ দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিগ্রুপের সেরা ২ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশ আছে গ্রুপ ‘ডি’ তে। টুর্নামেন্ট খেলে বাংলাদেশ জাতীয় দল ঢাকায় ফিরবে ৮ ডিসেম্বর। বুধবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সম্মেলন শেষে দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানায় আরামবাগ ফুটবল একাডেমি এবং ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাবের কর্মকর্তারা। বাফুফের সহ-সভাপতি বাদল রায় বলেন, ‘প্রথমবারের মতো আমরা দেশের বাইরে এ ধরনের দল পাঠাচ্ছি। বাফুফের পরিকল্পনা অনুর্ধ ১০ থেকে ১২ বছরের ছেলেদের সিলেট বিকেএসপিতে ট্রেনিং করানো। এই দলের ক্ষুদে ফুটবলারদের স্কিল দেখে মনে হচ্ছে এখানে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। যারা আগামী দিনের ফুটবলার। খেলবে জাতীয় দলে। এ টুর্নামেন্টে আমাদের ছেলেরা ভাল করবে বলে আমার বিশ্বাস।’ দলীয় কোচ আহসানউল্লাহ মন্টু বলেন, ‘এই ক্ষুদে ফুটবলারদের যে স্কিল দেখেছি তা আগে কখনও দেখিনি। তাই আমি আশাবাদী এই প্রতিভাবান ফুটবলাররা এ টুর্নামেন্টে ভাল খেলে দেশের মান রক্ষা করবে। যদিও প্রস্তুতির জন্য খুব কম সময় পেয়েছি। নবেম্বরের ২১ তারিখ থেকে ক্যাম্প শুরু করেছি। প্রতিপক্ষ সম্পর্কেও আমাদের ধারণা কম। টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য কোয়ার্টার ফাইনাল।’
×