ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্রুততম গাড়ির মালিকও এখন রোনাল্ডো

প্রকাশিত: ০৪:২৪, ৪ ডিসেম্বর ২০১৪

দ্রুততম গাড়ির মালিকও এখন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্বফুটবলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার লিওনেল মেসি ও বেয়ার্ন মিউনিখের আরিয়েন রোবেনকে হারিয়ে ফিফা ব্যালন ডি’অর জিতে প্রমাণও করেছেন তা। এবার সি আর সেভেন ক্লাবের স্পন্সর প্রতিষ্ঠান অডি’র কাছ থেকে গাড়ি উপহার পেয়েছেন। তবে, যেনতেন গাড়ি নয়। পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উপহার হিসেবে বেছে নিয়েছেন বিশ্বের দ্রুততম গতির অন্যতম এসএইট মডেলের গাড়ি। স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং তাদের স্পন্সর প্রতিষ্ঠান অডি ১১ বছরের চুক্তিতে আবদ্ধ। আর তারই ধারাবাহিকতায় প্রতিবছরই তাদের প্রথম টিমের ফুটবলারদের নিজেদের পছন্দ অনুযায়ী গাড়ি দিয়ে থাকে। এ উপলক্ষে অডি জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে রোনাল্ডো-বেল-বেনজেমাদের গাড়ি উপহার দিয়েছে। সেখানে দুইবারের ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানোকে বেছে নিয়েছেন ৫২০ হর্সপাওয়ারের এসএইট মডেলের গাড়ি। সেখানে রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা জেমস রড্রিগুয়েজ, ওয়েলসের গ্যারেথ বেল, স্পেনের ইকার ক্যাসিয়াস, জার্মানির টনি ক্রুস, কেইলর নাভাস, জাভিয়ের হার্নান্দেজ, মার্সেলো, পেপে, লুকা মদ্রিচ, ইসকো, সামি খেদিরা, নাচো ফার্নান্দেজ, ফ্যাবিও কোয়েন্ত্রাও বেছে নিয়েছেন ২৪৫ হর্সপাওয়ারের কিউসেভেন মডেলের গাড়ি। রোনাল্ডোর মতো এসএইট নিয়েছেন সার্জিও রামোস। কিউফাইভ বেছে নেন করিম বেনজেমা। আর এএইট মডেলের গাড়ি নিয়েছেন রিয়ালের অভিজ্ঞ কোচ কার্লোস আনচেলত্তি।
×