ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে গাড়ি কারখানা বসাতে চান মাহাথির

প্রকাশিত: ০৬:৫৩, ৩ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশে গাড়ি কারখানা বসাতে চান মাহাথির

বিডিনিউজ ॥ শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান প্রোটনের কারখানা স্থাপনের আগ্রহ দেখিয়েছেন মাহাথির মোহাম্মদ। তিন দিনের সফরে মালয়েশিয়া পৌঁছনোর পর মঙ্গলবারই মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে দেখা করতে আসেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে বহির্বিশ্বে পরিচিত মাহাথির প্রোটনের চেয়ারম্যান। ১৯৮৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত চার লাখের বেশি গাড়ি রফতানি করেছে, যার প্রধান ক্রেতা যুক্তরাজ্য ও চীন। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মাহাথির মোহাম্মদ প্রোটনের বিনিয়োগ বাংলাদেশেও করতে আগ্রহ প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জন্য মাহাথির মোহাম্মদের নেতৃত্বের প্রশংসা রয়েছে সারাবিশ্বেই। তিনি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলে শামীম চৌধুরী জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিকসহ বিভিন্ন খাতে উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন মাহাথির মোহাম্মদ। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন অগ্রগতির কথা তাঁকে অবহিত করেন। কয়েকবার বাংলাদেশ ঘুরে যাওয়া মাহাথিরকে আবারও ঢাকায় আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
×