ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্যাঙ্কারে হামলা টাকা লুটের ঘটনা

ভোলায় ট্যাঙ্কলরি মালিকদের ধর্মঘট, জ্বালানি তেল সরবরাহ বন্ধ

প্রকাশিত: ০৫:৪২, ৩ ডিসেম্বর ২০১৪

ভোলায় ট্যাঙ্কলরি মালিকদের ধর্মঘট, জ্বালানি তেল সরবরাহ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ ডিসেম্বর ॥ ভোলার জ্বালানি তেল বহনকারী ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক সমিতি অনির্দিষ্টকালের জন্য জেলাব্যাপী জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার জন্য ধর্মঘট শুরু করেছে। অবৈধ নসিমন-করিমন-কেরকা ট্রলি শ্রমিকদের হামলা, টাকা ছিনতাইয়ের বিচার দাবিতে মঙ্গলবার দুপুর থেকে ধর্মঘট শুরু করে ট্যাঙ্কলরি ব্যবসায়ী শ্রমিকরা। ভোলা জ্বালানি তেল সরবরাহ লরি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন জানান, সোমবার সন্ধ্যার দিকে জেলার বিভিন্ন স্থানে তেল বিক্রি করে সাদ এণ্টারপ্রাইজ নামে একটি তেলের ট্যাঙ্কলরি সদরের উদ্দেশে ফেরার সময় একটি অবৈধ নসিমন করিমনের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে লরির চালক মন্নানকে নসিমনসহ করিমন, ট্রলির চালকরা বেধড়ক পিটিয়ে আহত করে তার কাছ থেকে জ্বালানি তেল বিক্রির ৩ লাখ টাকা লুট করে নেয়। এ ঘটনায় উভয়পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান সমিতির নেতৃবৃন্দ।
×