ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃহত্তম মানব ক্রিসমাস ট্রি

প্রকাশিত: ০৫:১৫, ৩ ডিসেম্বর ২০১৪

বৃহত্তম মানব ক্রিসমাস ট্রি

বিশ্বের বৃহত্তম ‘মানব ক্রিসমাস ট্রি’ তৈরির গৌরব এখন হন্ডুরাসের। আর এর মধ্য দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাল দেশটি। সোমবার দেশটি এই বিশ্ব রেকর্ড করে। গিনেস বুকের প্রতিনিধি কার্লোস মার্টনেজ বলেন, ‘গিনেস বুকের পক্ষ থেকে এটি ঘোষণা করতে ভাল লাগছে যে, হন্ডুরাসের তেগুসিগালপায় দুই হাজার নয় শ’ ৪৫ জন লোক বিশ্বের বৃহত্তম মানব ক্রিসমাস ট্রির রেকর্ড ভেঙ্গে দিয়েছে।’ প্রেসিডেন্ট হুয়ান ওরলান্ডো হার্নান্দেজ প্রেসিসেন্ট ভবনের বাইরে থেকে এই রেকর্ডটির প্রমাণপ্রত্র সংগ্রহ করেন। বিশ্বের বৃহত্তম মানব ক্রিসমাস ট্রির পূর্বের রেকর্ডটি ছিল থাইল্যান্ডের। ২০১৩ সালে আট শ’ ৫২ শিশুকে দিয়ে মানব ক্রিসমাস ট্রি বানিয়ে বিশ্ব রেকর্ড করেছিল থাইল্যান্ড। তথ্য বিবরণী পড়ে হার্নান্দেজ বলেন, ‘এটি সত্যিই মজার।’ সেন্ট্রাল আমেরিকার দারিদ্র্যপীড়িত ও বিশ্বের সর্বোচ্চ নরহত্যা হারের দেশটির জন্য খবরটি ছিল বেশ আনন্দের। -এএফপি
×