ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মদিনে রাঢ়ীখালে প্রাণের উচ্ছ্বাস

প্রকাশিত: ০৫:৫২, ২ ডিসেম্বর ২০১৪

স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মদিনে রাঢ়ীখালে প্রাণের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখালের স্যার জগদীশচন্দ্র বসুর ১৫৬তম জন্মজয়ন্তীতে ছিল প্রাণের উচ্ছ্বাস। প্রথমবারের মতো বিজ্ঞানীর বাড়িতে এমন আয়োজনে ভারত থেকে বিজ্ঞানীর পরিবারের সদস্য রুনা চৌধুরী যোগ দেয়ায় আয়োজনটি পূর্ণতা পায়। বিজ্ঞানীর নাতনি রুনা চৌধুরীর নেতৃত্বে গীতি আলেখ্য ‘বাংলা আমার মা’ দর্শক হৃদয় জয় করে। ভারত থেকে এই অনুষ্ঠানে অংশ নেন রানু ঘোষাল, রূপা বসু, রাজীব শেঠী ও নারায়ন ব্যানার্জী। জেসি বোস কমপ্লেক্সের আয়োজনে শিক্ষার্থী ছাড়াও নানা বয়সী মানুষ যোগ দেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অজয় রায়। ‘বিজ্ঞানচিন্তা’ আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. এসএম ওয়াহিদুজ্জামান, ইউএনও শাহানারা বেগম, স্যার জেসি বোস ইনস্টিটিউশনের অধ্যক্ষ এসএম আলমগীর হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও বিজ্ঞানচিন্তা পরিষদের প্রধান সমন্বয়ক সফিক ইসলাম ও আলী নুর লস্কর। বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের পসরা সামনে উপচে পড়া ভিড় ছিল। আবিষ্কারের এই মেলায় গানের ছন্দ যেন আরও বেশি উৎসাহিত করে শিক্ষার্থীদের।
×