ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৪৫, ২ ডিসেম্বর ২০১৪

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আবু হেনা মোহাঃ রাজী হাসান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রে জানা গেছে, সভায় রূপালী ব্যাংকের সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার, সম্পদের গুণগত মান, মূলধন পর্যাপ্ততা, আমানতের মিশ্রণ, উপার্জন ক্ষমতা, কোর-রিক্স রেটিং এবং কোর-ব্যাংকিং সলুউশন বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। সভায় শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম জোরদার ও ঋণ মঞ্জুরিকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রুডেনশিয়াল রেগুলেশন্স পরিপালন বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়। জুন-২০১৪ প্রান্তিকের তুলনায় সেপ্টে¤¦র-২০১৪ প্রান্তিকে রূপালী ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, প্রভিশন ঘাটতি, খেলাপী ঋণের হার আমানত মিশ্রণ অগ্রগতি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আবু হেনা মোহাঃ রাজী হাসান সন্তোষ প্রকাশ করেন বলেও বৈঠক সূত্রে জানা গেছে।
×