ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাট-বলের নৈপুণ্যেও এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৫, ২ ডিসেম্বর ২০১৪

ব্যাট-বলের নৈপুণ্যেও এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ একটা সিরিজ শেষ করল বাংলাদেশ দল। পুরো বছরটাই পরাজয়ের বৃত্তে আটকে থাকার কারণে ব্যর্থতায় ন্যুব্জ হয়ে পড়া দলের ক্রিকেটাররাও ছিলেন স্বীয় নৈপুণ্যে অনুজ্জ্বল। তবে সফরকারী জিম্বাবুইয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজে শতভাগ জয়টাই দারুণ উপজীব্য হিসেবে কাজ করেছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ক্ষেত্রে। তাই পুরনো ব্যর্থতাও কাটিয়ে উঠেছেন দলগতভাবে বাংলাদেশ পুরোপুরি ঘুরে দাঁড়ানোর সুবাদে। ব্যাটে-বলে প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিংয়ের নৈপুণ্যে শীর্ষ তিনটি স্থানই বাংলাদেশের। এ সিরিজে অধিনায়কত্ব না থাকা মুশফিকুর রহীম ভারমুক্ত হয়েই ব্যাট চালিয়েছেন। সিরিজে সর্বাধিক রান করে তিনিই শীর্ষে। মুশফিক ৫ ইনিংসে দুটি অর্ধশতক হাঁকিয়ে করেছেন ৪২.৬০ গড়ে ২১৩ রান। সে কারণে তিনি হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটার। আবার বোলিংয়েও শীর্ষ তিনটি জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের বোলাররা। ১১ উইকেট নিয়ে শীর্ষে সাকিব আল হাসান।
×