ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিবেশ দূষণ চট্টগ্রামে ৪ কারখানার জরিমানা

প্রকাশিত: ০৪:২০, ২ ডিসেম্বর ২০১৪

পরিবেশ দূষণ চট্টগ্রামে ৪ কারখানার জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) ও সাগরিকা এলাকার ৪ ডায়িং কারখানাকে ৮১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। অধিদফতরের মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক গত ১৯ নবেম্বর সিইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এ সময় ডেনিম প্লাস বিডি লিঃ, মিঠুন মিথুন নিটিং এ্যান্ড ডাইং লিঃ, জিন্স এক্সপ্রেস লিঃ ও ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ আনা হয়। এ চারটি প্রতিষ্ঠানকে কর্ণফুলী নদী দূষণ ও ইটিপি বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য নির্গত করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য অভিযুক্ত করা হয়। সোমবার চূড়ান্ত শুনানি শেষে এদের দায়ী করে উক্ত জরিমানায় দ-িত করা হয়। এর মধ্যে ডেনিম প্লাসকে ৩৬ লাখ টাকা, মিঠুন মিথুনকে ২৪ লাখ টাকা, জিন্স এক্সপ্রেসকে ১১ লাখ টাকা ও ইমাম বাটনকে ১০ লাখ টাকা করা হয়। শুনানিতে অংশ নিয়ে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের প্রতিনিধিরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও আগামীতে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
×