ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌতুকের জন্য রূপগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:২০, ২ ডিসেম্বর ২০১৪

যৌতুকের জন্য রূপগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১ ডিসেম্বর ॥ রূপগঞ্জে যৌতুকের টাকা না দেয়ায় নিলুফা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে পাষ- স্বামী ও তার পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে। সোমবার বিকেল সোয়া ৩টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর ছোটভাই ইকবাল হোসেন জানান, গত ৮ বছর আগে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেরাবো এলাকার হান্নান মিয়ার ছেলে আবুল কালামের সঙ্গে তার বড়বোন নিলুফা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ এক লাখ টাকা দেয়া হয়। এরপর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নির্যাতন করত। আবার টাকা দিলে নির্যাতন বন্ধ রাখতো। গত কয়েকদিন ধরে বাপের বাড়ি থেকে আরও ৩ লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে। দাবিকৃত টাকা আনতে অস্বীকৃতি জানালে প্রতিদিন তাকে মারধর করা হতো। গত রবিবার খবর দিয়ে তার মাকে নিয়ে যায় আবুল কালাম। এরপর যৌতুকের টাকার জন্য তাকে বেঁধে রাখা হয়। সোমবার ভোরে কৌশলে তার মা পালিয়ে আসে। এর জের ধরে নিলুফা বেগমকে মারধর করে। বিকেল সোয়া ৩টার দিকে যৌতুকের টাকার জন্য আবার চাপ দেয়। টাকা আনতে অস্বীকৃতি জানালে পাষ- স্বামী ও তার পরিবারের লোকজন নিলুফা বেগমকে পিটিয়ে হত্যা করে।
×