ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল থেকে লেদারটেক প্রদর্শনী

প্রকাশিত: ০৫:২১, ২৬ নভেম্বর ২০১৪

কাল থেকে লেদারটেক প্রদর্শনী

অর্থনৈতিক রিপোর্টার ॥ চামড়া খাতের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক প্রযুক্তি ট্রেডশো হিসেবে কাল বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘লেদারটেক বাংলাদেশ ২০১৪’ শিরোনামে একটি প্রদর্শনী শুরু হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আয়োজক সংস্থা এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে ভারত, চীন, তুরস্ক, জাপান, ইতালি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং বাংলাদেশসহ ১১টি দেশের শতাধিক কোম্পানি অংশগ্রহণ করবে। দেড় শতাধিক এক্সিবিটর লেদার, ফুটওয়ার যন্ত্রপাতি, উপাদান, রং, রাসায়নিক পদার্থ, এ্যাক্সেসরিজ এবং অন্যান্য সংশ্লিষ্ট পণ্য প্রদর্শন করবে বলে জানানো হয়। বাংলাদেশ চামড়াজাত পণ্য ও পাদুকা প্রস্তুতকারক এবং রফতানিকারক, বাংলাদেশ ফিনিশড লেদার, চামড়াজাত পণ্য ও পাদুকা রফতানিকারক সমিতি, বাংলাদেশ ট্যানারি সমিতি এবং লেদার স্কিল বাংলাদেশ লিমিটেডের সেন্টার অব এক্সিলেন্সের সহযোগিতায় দেশের চামড়া শিল্পের চেইনের জন্য আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা। এ প্রদর্শনী কাল বৃহস্পতিবার সকালে উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। প্রদর্শনী চলবে ২৯ নবেম্বর পর্যন্ত। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এএসকে ট্রেড এ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দগোপাল কুমার, টিপু সুলতান ভূইয়া এবং এ খাতের উদ্যোক্তা কাজী রওশন আরা সুমি।
×