ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শারজায় সিরিজ ফয়সালার টেস্ট

প্রকাশিত: ০৫:০২, ২৬ নভেম্বর ২০১৪

শারজায় সিরিজ ফয়সালার টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ শারজায় আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট। আবুধাবির প্রথম টেস্টে ২৪৮ রানের বিশাল জয়ে প্রত্যাশিতভাবে এগিয়ে যায় ফেবারিট পাকিরা। অনেকে ভেবেছিলেন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুড়বে মিসবাহ-উল হকের দল। কিন্তু দুবাইয়ের দ্বিতীয় টেস্টে উল্টো পাকিস্তানকে কোণঠাসা করে ম্যাচ ড্র করে কিউইরা! শারজার শেষ লড়াইটি তাই সিরিজ ফয়সালার। সিরিজ খোয়াতে না চাইলে জিততেই হবে অতিথিদের। কন্ডিশনের বিচারে তিন স্পিনার নিয়ে খেলার ইঙ্গিত দিয়েছেন কোচ মাইক হেসন। এজন্য প্রায় আড়াই বছর পর ফেরানো হয়েছে লিজেন্ড ড্যানিয়েল ভেট্টোরিকে! সঙ্গে থাকছেন আগের ম্যাচে আশাপ্রদ বোলিং করা ইস সোধি ও মার্ক ক্রেইগ। তবে সিরিজ করায়ত্ত করতে মরিয়া পাক সেনাপতি মিসবাহও। পয়মন্ত আরব আমিরাত পাকিস্তানের দ্বিতীয় হোম ভেন্যু। যেখানে দলটির সাফল্য ঈর্ষণীয়। আগের সিরিজেই দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে আসে দলটি। সে ধারা অব্যাহত থাকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে, কিউইদের পাত্তাই দেয়নি পাকিরা। মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, রাহাত আলিদের দুর্বার নৈপুণ্যে এগিয়ে যায় তারা। তবে অবৈধ এ্যাকশনের জন্য হাফিজ ও মাথায় আঘাত পাওয়ায় শেহজাদকে না পাওয়া পাকিস্তান দ্বিতীয় ম্যাচে অনেকটাই ব্যাকফুটে চলে যায়! শারজাতেও নেই তারা। অধিনায়ক মিসবাহ বলেন, ‘দুই পারফর্মারকে না পাওয়াটা অবশ্যই হতাশার। তবে শারজায় আমরা সেরা ক্রিকেট খেলতে চাই। নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ নিশ্চিত করা সমর্থ্য আমাদের ভালমতোই রয়েছে। প্রয়োজন কেবল সময় মতো জ্বলে ওঠা।’ অধিনায়ক বাড়িয়ে বলেননি ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন সরফরাজ আহমেদ, ইউনুস খান, আজহার আলি, আসাদ শফিক, জুলফিকার ও রাহাতরা। ব্যাট হাতে অধিনায়ক নিজেও দুর্বার। অন্যদিকে ম্যাচে বিশেষ দৃষ্টি থাকছে ভেট্টোরির ওপর। ফর্মে থাকা পাকিস্তানী ব্যাটসম্যানদের বিপক্ষে শক্তিশালী স্পিন আক্রমণ গড়তেই মূলত সাবেক অধিনায়ক ফেরানো হয়েছে। কোচ হেসন বলেন, ‘গত দুই ম্যাচের অভিজ্ঞতা থেকে এটা পরিষ্কার যে, এ ধরনের পরিস্থিতিতে স্পিন আক্রমণে সাদৃশ্য আনাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি শারজার পিচ হবে আরও ধীরগতির। তাই তিন স্পিনারকেই খেলানোর সম্ভাবনা থাকবে।’ আবুধাবিতে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করেছেন ভেট্টোরি। অভিজ্ঞ তারকাকে পেয়ে খুশি কোচ আরও যোগ করেন, ‘ড্যান দারুণ অভিজ্ঞতাসম্পন্ন, অভিজ্ঞ ও সফল। প্রত্যাবর্তনে সে ভালকিছু উপহার দেবে।’ ২০১২ সালের জুলাইয়ে ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর নিউজিল্যান্ডের হয়ে আর কোন টেস্ট খেলেননি তুখোড় বাঁহাতি অফস্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে ডাক্তারের সার্টিফিকেট পেয়েই দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ। কেবল বোলিংই নয়, ব্যাট হাতেও দারুণ সফল ভেট্টোরি এই ম্যাচে খেলতে নেমেই গড়বেন নতুন ইতিহাস। নিউজিল্যান্ডের হয়ে সবেচেয়ে বেশি ১১২ টেস্ট খেলা ক্রিকেটার হবেন তিনি।
×