ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতের মূকাভিনয় উৎসবে চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট

প্রকাশিত: ০৪:৩৮, ২৫ নভেম্বর ২০১৪

ভারতের মূকাভিনয় উৎসবে চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট

স্টাফ রিপোর্টার ॥ ভারতের কলকাতা ও শান্তিনিকেতনে আগামী ২৯ নবেম্বর থেকে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মূকাভিনয় উৎসব। আলোচিত এ নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের তারুণ্যদীপ্ত মূকাভিনয় দল প্যান্টোমাইম মুভমেন্ট। ইন্ডিয়ান মাইম থিয়েটারের আয়োজনে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় উৎসবে অংশগ্রহণ করছে ভারতের বিভিন্ন প্রদেশের প্রায় দুই ডজন নাটকের দল। পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য এ উৎসবে প্রতিদিন মূক নাটক ছাড়াও থাকছে কর্মশালা ও সেমিনার। ভারতের জাতীয় এ নাট্যোৎসবে প্যান্টোমাইম মুভমেন্ট মঞ্চস্থ করবে মূক নাটক ‘এ্যান ইনোসেন্ট ডেথ’। রিজোয়ান রাজনের রচনা ও নির্দেশনায় নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছেন রাজ ঘোষ এবং তামিমা সুলতানা। সাখাওয়াত শিবলীর আলোক পরিকল্পনায় রিজোয়ান রাজন ছাড়াও এতে অভিনয়ে করছেন সাকিরুল মারুফ, তামিমা সুলতানা, জোবায়েদ রানা, মাহমুদুল হাসান, শহিদুল মুরাদ, গোলাম রসুল, মিনহাজ প্রমুখ।
×