ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এদের বেলায় কী হবে...

প্রকাশিত: ০৩:৫০, ২৫ নভেম্বর ২০১৪

এদের বেলায় কী হবে...

রাস্তা পারাপারের জন্য আন্ডারপাস অথবা ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে জেল-জরিমানার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। সবাই এই নির্দেশনা মানলে সড়ক দুর্ঘটনা এবং যানযট অনেকাংশে কমে আসবে কথাটি ঠিক। কিন্তু ছবির এই খালেদ মিয়া অথবা যেসব বয়স্ক লোক ফুটওভার ব্রিজে উঠতে পারেন না তাদের বেলায় কী হবে? এ বিষয়ে ডিএমপির নির্দেশনায় সুস্পষ্ট কিছু বলা হয়নি। আবার ঢাকার রাস্তার ফুটওভার ব্রিজগুলোর সিঁড়ি এমন বেশি খাড়া যে সুস্থ লোকদেরও উঁচু সিঁড়ি ব্যবহার করতে গেলে হাঁপিয়ে উঠতে হয়। তাই এই সিঁড়িগুলো সব শ্রেণীর ব্যবহার উপযোগী করে তৈরি করা প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগী পথচারীরা। সোমবার বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×