ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চার তারকার ‘একটি পূর্ণাঙ্গ গল্পের সূচনা’

প্রকাশিত: ০৫:৩৮, ২২ নভেম্বর ২০১৪

চার তারকার ‘একটি পূর্ণাঙ্গ গল্পের সূচনা’

স্টাফ রিপোর্টার ॥ চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি গত মা দিবস উপলক্ষে নির্মাণ করেছিলেন বিশেষ টেলফিল্ম ‘তুমি আমার মা’। এটি চ্যানেল আইতে প্রচার হয়। টেলিফিল্মটি চলাকালীন সময় দিতি শূটিং করছিলেন পূবাইলের একটি শূটিং হাউসে সরদার রোকন পরিচালিত ধারাবাহিক নাটক ‘চেয়ারম্যান বাড়ি’র। শূটিংয়ের ফাঁকে ফাঁকে নিজের নির্দেশিত নাটক দেখছিলেন দিতি আর মুঠোফোনে কথা বলছিলেন তাঁর নির্মাণশৈলী নিয়ে বিভিন্ন জনের কাছ থেকে আসা ফোনে। নিজের কাজের প্রতি দিতির আস্থা বেড়েছে। তাই আবারও দিতি আসছে ‘মা দিবস’ উপলক্ষে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘একটি পূর্ণাঙ্গ গল্পের সূচনা’। এ নাটকে এবার দিতি নিজেসহ আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সজল ও ইশানা। নাটকটি রচনা করেছেন শারমিন চৌধুরী ইফশিতা। গত বুধবার রাজধানীর উত্তরায় এবং গুলশানে নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। শর্মিলী আহমেদ বলেন, এর আগেও দিতির নির্দেশনায় কাজ করেছি। ও তো আমার মেয়ের মতো, অনেক আরাম দিয়ে কাজ করায়। তাই কখন যে কাজ শেষ হয়ে যায় টেরই পাই না। নতুন কাজটি অনেক ভাল লেগেছে। দিতি বলেন, কেন যেন মনে হচ্ছে আমার আগের কাজগুলোর চেয়ে এবারের কাজটা অনেক ভাল হয়েছে। প্রফেশনাল শিল্পীদের নিয়ে কাজ করার সুবিধা একটাই খুব দ্রুত কাজ নেমে যায়। সজল বলেন, দিতি ম্যাডামের নির্দেশনায় এর আগে একটি কাজ করেছিলাম। ‘ভাল থাকিস মা’। আগের কাজটির জন্য অনেক রেসপন্স পেয়েছিলাম। এই কাজটি নিয়েও আমি দারুণ আশাবাদী। ইশানা বলেন, এটা আমার সৌভাগ্যই বলা চলে যে আমি পরপর তিনটি কাজ করেছি দিতি ম্যাডামের নির্দেশনায়। এত আদর করে তিনি কাজ আদায় করে নেন যে কাজে অমনোযোগী হওয়ার কোন উপায়ই থাকে না। ডিএলডি প্রোডাকশন প্রযোজিত ‘একটি পূর্ণাঙ্গ গল্পের সূচনা’ নাটকটি চ্যানেল আইতে মা দিবসে প্রচার হবে। এদিকে দিতি এরই মধ্যে শেষ করেছেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ চলচ্চিত্রের কাজ। তাঁর অভিনীত নতুন ধারাবাহিক নাটক আরিফ খান পরিচালিত ‘দলছুট প্রজাপতি’ এনটিভিতে প্রচার শুরু হয়েছে। শর্মিলী আহমেদ অভিনীত সকাল আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘খেয়া’ খুব শীঘ্রই প্রচারে আসবে। সজল অভিনীত চলচ্চিত্র তন্ময় তানসেন পরিচালিত ‘রানওয়ে’ চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ইশানা এরই মধ্যে শেষ করেছেন নতুন ধারাবাহিক নাটক লুৎফুন্নাহার মৌসুমী পরিচালিত ‘সখি ভালবাসা কারে কয়’ এবং কায়সার আহমেদের ‘গৃহযুদ্ধ’।
×