ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে প্রাচীন মন্দিরের দখল নিতে ভূমিদস্যুরা বেপরোয়া

প্রকাশিত: ০৫:৪৯, ২০ নভেম্বর ২০১৪

মুন্সীগঞ্জে প্রাচীন মন্দিরের দখল নিতে ভূমিদস্যুরা বেপরোয়া

স্টাফ রিপোর্টার ॥ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া গ্রামের প্রায় তিন শ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বাসুদেব জিউ মন্দির দখলে নিতে স্থানীয় ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ওই মন্দিরের সেবায়েত রাধেশ্যাম ঘোষ। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের তিনি এই অভিযোগ করে এ অবস্থার প্রতিকারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকার নোংরা রাজনীতিক ও স্থানীয় প্রশাসন তাদের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বেকায়দায় ফেলছে। তিনি আরও বলেন, ভূমিদস্যুরা মন্দির দখলে নিতে ভাড়াটিয়া লোক নিয়ে মুন্সীগঞ্জে মানববন্ধন করে মিথ্যা প্রচারণা চালিয়ে মূলত মন্দিরের জমি দখলের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েক শ’ সংখ্যালঘু পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন বলে তিনি দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির নেতা বলরাম বাহাদুর ও তাপস দাশসহ সংখ্যালঘু নেতৃবৃন্দ।
×