ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিমারজু ও অমরণ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৪৮, ২০ নভেম্বর ২০১৪

সিমারজু ও অমরণ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার জাপানের কিয়োটো শহরে বিশ্বখ্যাত মেডিক্যাল ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিমারজু এবং অমরণের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। প্রতিষ্ঠান দু’টির প্রেসিডেন্ট এবং উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। দুটি প্রতিষ্ঠানেরই বিপুলসংখ্যক মেডিক্যাল সরঞ্জাম বাংলাদেশের সরকার-বেসরকারী হাসপাতালে ব্যবহৃত হচ্ছে। মন্ত্রী প্রতিষ্ঠান দু’টি ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা মন্ত্রীকে জানান, বাংলাদেশে তাদের দফতর রয়েছে এবং এই দেশের উন্নয়ন কর্মকা-সহ সবকিছুই তারা অবগত আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়ন প্রক্রিয়ারও তারা প্রশংসা করেন। মোহাম্মদ নাসিম তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহবান জানিয়ে বলেন, বাংলদেশ এখন বিনিয়োগের উৎকৃষ্ট স্থান। শেখ হাসিনার সরকার বিদেশী বিনিয়োগকারীদের জন্য সবরকম সহযোগিতার ব্যবস্থা করেছেন। মন্ত্রীর আহবানে সারা দিয়ে দু‘টি প্রতিষ্ঠানই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। সন্ধ্যায় অমরণের পক্ষ থেকে মন্ত্রীর সৌজন্যে নৈশভোজ এবং জাপানের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাপানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাসুদ বিন মোমেন এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ মন্ত্রীর সঙ্গে ছিলেন। মন্ত্রী আজ রাতে ঢাকায় ফিরবেন।
×