ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিরাপত্তা পরিষদের রিপোর্ট আইএসের হাতে প্রচুর অস্ত্র, যুদ্ধ চালাতে পারবে দু’

প্রকাশিত: ০৫:২৩, ২০ নভেম্বর ২০১৪

নিরাপত্তা পরিষদের রিপোর্ট আইএসের হাতে প্রচুর অস্ত্র, যুদ্ধ চালাতে পারবে দু’

ইরাক ও সিরিয়ায় তৎপর ইসলামিক স্টেটের (আইএস) জিহাদীদের দুই বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সমরাস্ত্র রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ রিপোর্টে এ কথা বলা হয়েছে। খবর গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস অনলাইনের। নিরাপত্তা পরিষদের ওই রিপোর্টে বলা হয়েছে, জঙ্গী গ্রুপটির হাতে প্রচুর পরিমাণে হালকা অস্ত্র রয়ে গেছে। তাদের হাতে এই পরিমাণ অস্ত্র, সরঞ্জামাদি ও যানবাহন রয়ে গেছে যা দিয়ে তারা ইরাক ও সিরিয়ায় দুই বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এ সব সরঞ্জামাদি হাতে থাকায় তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। এগুলো হাতে থাকায় নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান হামলা থেকে নিজের আত্মরক্ষা করে টিকে থাকতে পারছে আইএস। মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর টানা কয়েকমাসের বিমান আক্রমণে তাদের অনেক ভারি সরঞ্জাম ও সাঁজোয়া বহর ধ্বংস হয়ে গেলেও তারা পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী, জিহাদী গ্রুপটির হালকা অস্ত্রের ভা-ার প্রায় পুরোটাই অক্ষত আছে। এ দিয়ে তারা ছয়মাস থেকে দুই বছর পর্যন্ত টিকে থাকতে পারবে। কেবল আর্থিকভাবেই নয় অস্ত্রের দিক থেকে ও এটি এখন বিশ্বের শীর্ষ জঙ্গী সংগঠন। রিপোর্টের উপসংহারে বলা হয়েছে, আইএস ও তার প্রতিদ্বন্দ্বী আননুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণে যদি কোন ভূখ- নাও থাকে তবুও তারা আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করে দেয়ার ক্ষমতা রাখে। প্রতিদ্বন্দ্বী গ্রুপ হলেও নুসরার সঙ্গে আইএস কৌশলগত সম্পর্ক রেখেছে। রিপোর্টটি তৈরি করতে কয়েক মাস সময় লেগেছে।
×