ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতেও পরিকল্পনা অনুযায়ী খেলবে দল

প্রকাশিত: ০৫:১০, ১৯ নভেম্বর ২০১৪

ওয়ানডেতেও পরিকল্পনা অনুযায়ী খেলবে দল

মিথুন আশরাফ, চট্টগ্রাম থেকে ॥ সবাই বিস্মিত, সাকিব আল হাসান এ কী করলেন! ক্লিন সেভ, একেবারে ছোট ছোট চুল। দেখতে একেবারে ‘বাবু-বাবু’ লাগছে! সাকিবকে খুব কমই এমন দেখা গেছে। সাকিবের খোঁচা খোঁচা দাড়ি দেখতেই সবাই অভ্যস্ত। কিন্তু মঙ্গলবার বিকেলে ওয়ানডে সিরিজের জন্য কৃত্রিম আলোর নিচে অনুশীলন করতে স্টেডিয়ামে প্রবেশ করতেই এমন রূপে দেখা গেল সাকিবকে। যেন সাকিবের এ রূপই জানান দিচ্ছে টেস্ট সিরিজে জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করার পর কতটা খোশমেজাজে আছে দল। এ খোশমেজাজ অবশ্য বেশিক্ষণ থাকছে না। শুক্রবার থেকেই যে ওয়ানডে সিরিজ শুরু। এজন্য যে পুরোদমে প্রস্তুত হয়ে যেতে হবে। বাংলাদেশ দলের কোচ চন্দ্রিকা হাতুরাসিংহেও তাই সিরিয়াস। জিম্বাবুয়ের কোচ বলেছেন, টাইগার তাদের জঙ্গলে ভয়ঙ্কর এবং ওয়ানডে সিরিজ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এ ব্যাপারে আপনি কী বলবেন? এমন প্রশ্ন করতেই হাতুরাসিংহে জানালেন, ‘এ সম্পর্কে আমার জানা নেই। তবে আমি শুধু জানি বাঘ কামড়ায়।’ সাকিবের সঙ্গে ওয়ানডে দলের সবাইকেই দেখা যাচ্ছে। কিন্তু দেখা মিলছে না নাসির হোসেন, শামসুর রহমান, আবুল হাসান রাজুদের। আজ সকাল নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া জিম্বাবুইয়ের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচের দলে তারা আছেন। খেলা হবে আজ। অথচ সন্ধ্যা পর্যন্ত তাদের দেখা নেই। কেন? জানা গেল, লীগ চলছে। লীগ খেলে চট্টগ্রামে এসে সরাসরি খেলতে নামবেন ক্রিকেটাররা। খেলেই আবার চলে যাবেন ঢাকায়। বোঝাই যাচ্ছে, জিম্বাবুইয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি নিয়ে বিশেষ ভাবনা নেই। হাতুরাসিংহে তাই একবারের জন্যও প্রস্তুতি ম্যাচ নিয়ে কোন কথাই বললেন না। হাতুরাসিংহেকে জিজ্ঞেস করা হলো, টেস্ট সিরিজ ৩-০ তে জিতেছেন। এমন ফলই কী প্রত্যাশা ছিল? তিনি বললেন, ‘হোম কন্ডিশনের সুবিধা তো ছিল। আমরা আমাদের পরিকল্পনাগুলো যথাযথ কাজে লাগিয়েছি। একটি দল হিসেবে পারফর্ম করেছি। আমার মনে হয় সেরা দল হিসেবেই আমরা ৩-০ তে টেস্ট সিরিজ জিতেছি।’ টেস্টের মতো ওয়ানডে সিরিজও কী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে? হাতুরাসিংহে বলেছেন, ‘ হ্যাঁ। এটা ভিন্ন ফরম্যট। অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে টেস্ট সিরিজকেও আপনি একতরফা বলতে পারবেন না। কারণ তারা ভালো ব্যাটিং করেছে। প্রথম টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, দ্বিতীয় ম্যাচেও হয়েছে। তবে আমরা ভালো খেলে ম্যাচ জিতেছি। ওয়ানডেতে ওদের সঙ্গে একটু ভিন্নভাবে খেলতে হবে। কারণ ওদের ব্যাটিং, বোলিং ওয়ানডে ক্রিকেটের উপযোগী। ভালমানের ব্যাটসম্যানদের পাশাপাশি, ওদের বেশ কয়েকজন দারুণ ফার্স্ট বোলারও আছে। আমি আশা করছি ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে।’ চলতি বছর ওয়ানডে ক্রিকেটে দলের কোনো জয় নেই। সেই শ্রীলঙ্কা সিরিজ থেকে জয় খরা দলের। এই সমস্যা কাটাতে দলে বিশেষ কোনো কাজ করেছেন কী? কোচ বললেন, ‘না, আমার তো তেমন মনে হয় না। যেটা করা প্রয়োজন, সেটাই করছি। কঠোর পরিশ্রম করতে হবে। পরিকল্পনাগুলো মাঠের খেলায় ঠিক মতো প্রয়োগ করতে হবে। যাকে যে পজিশনে নামানো দরকার সেটাই করছি। টেস্ট সিরিজের দিকে তাকালে দেখতে পাবেন, দলের পজিশনে পরিবর্তন এনে খেলোয়াড়দের নামানো হয়েছে। খেলোয়াড়রা তাদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। ভালো খেলেছে। ফলও দলের অনুকূলে এসেছে।’ টেস্ট সিরিজে অনেক রেকর্ড হয়েছে, স্মরণীয় কিছু মুহূর্তও ছিল। এর মধ্যে কোন জিনিসটা আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে? হাতুরাসিংহের কাছে ব্যাটসম্যানদের ব্যাটিং মনে ধরেছে, ‘ব্যাটিংয়ের কথা অবশ্যই বলব। চাপকে জয় করে যেভাবে খেলেছি, সেটাও ছিল দারুণ। এতে আমি সন্তুষ্ট। তবে কিছু কিছু জায়গায় এখনও উন্নতির বাকি আছে। তা নিয়ে খেলোয়াড়দের সঙ্গেও আলোচনা হয়েছে। চাপ সামলে কিভাবে সেসব জায়গায় আরো বেশি উন্নতি করা যায়, তা নিয়েই আমাদের আরো কাজ করতে হবে।’ তামিমের ব্যাটিং নিয়ে কী বলবেন? তামিমকে একাধারে নিজের মত করে গড়ে তোলার কাজ হাতে নেয়া হাতুরাসিংহে বলেছেন, ‘তামিম দারুণ ব্যাটিং করেছে। পরিস্থিতি অনুধাবন করে সে পারফর্ম করেছে। আমি তার ব্যাটিংয়ে খুশি। আরো বেশি খুশি হয়েছি যে, দলে তার অবস্থান কী সেটা সে বুঝতে পেরেছে। তবে এটাও ঠিক যে একজন ব্যাটসম্যানকে সব সময় রান করতে হবে। খারাপ সময় আসতেই পারে।’ ৩-০ তে টেস্ট সিরিজ জিতেছেন। ৫-০ তে ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন? হাতুরাসিংহে বলেছেন, ‘কেন নয়। তবে ক্রিকেটে কোনো কিছুই আগে থেকে পূর্বানুমান করা ঠিক না। অনেক কিছু এখানে হতে পারে। শুরুতে ভালো করতে চাই। টেস্টেও শুরুটা ভালো হওয়ার পর বাকি ফল এসেছে। আগে শুরুটা ভালো হোক, তারপর এ বিষয়ে বলা যাবে।’ ওয়ানডেতে নতুন অধিনায়কের (মাশরাফি বিন মর্তুজা) নেতৃত্বে খেলবে দল। এতে পরিকল্পনায় কোনো পরিবর্তন ফেলবে কী? হাতুরাসিংহে বলেছেন, ‘আসলে এটা যোগযোগের ওপর নির্ভর করে।’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগে ভারত সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ এর জয় কিছুটা হলেও কী স্বস্তি দিয়েছে? হাতুরাসিংহে বলেছেন, ‘আসলে বিষয়টা তেমন না। নতুন সিরিজ আসছে। সামনে নতুন চ্যালেঞ্জও অপেক্ষা করছে। সেখানে কীভাবে ভালো করা যাবে, সেটাই আপাতত ভাবনায় আছে। কঠোর পরিশ্রম করতে হবে, সাফল্য আনতে হবে।’
×