ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আফগানে ভারতের প্রভাব বৃদ্ধিতে মোশারফের উদ্বেগ

প্রকাশিত: ০৪:২৮, ১৯ নভেম্বর ২০১৪

আফগানে ভারতের প্রভাব বৃদ্ধিতে মোশারফের উদ্বেগ

আফগানিস্তান থেকে ন্যাটোর বাহিনী প্রত্যাহার করে নেয়ার পর দেশটিতে ভারত ও পাকিস্তানের প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশারফ। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ৭১ বছর বয়সী সাবেক এই সেনাশাসক নয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আহমদজাইয়ের প্রশংসা করেছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্কে জটিলতা নিরসন করতে আশরাফ গত সপ্তাহে পাকিস্তান সফর করেন। আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর ১৩ বছরের আফগান যুদ্ধ শেষ হওয়ার এই সময়টা বিশেষ তাৎপর্যপূর্ণ। সাবেক সেনাশাসক বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে এখন সম্পর্কে যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে সীমান্তের এপার-ওপার সম্প্রতি কিছু গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যা বিগত কয়েক বছরে ঘটেনি।’ তার মতে, আফগানিস্তানে শান্তির জন্য এটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পাকিস্তানের জন্য সবচেয়ে বিপজ্জনক হলো আফগানিস্তানের ভারতের প্রভাব। মোশারফ বলছেন, ভারত আফগানিস্তানে প্রভাব বলয়ের বাড়ানোর মধ্য পুরো অঞ্চলের জন্য এবং বিশেষ করে পাকিস্তানের জন্য সমস্যা তৈরি করতে চলেছে। তারা (ভারত) একটি পাকিস্তানবিরোধী আফগানিস্তান গড়তে চায়। যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের’ এক সময়ের ঘনিষ্ঠমিত্র মোশারফ এখন বাস করেন কঠোর নিরাপত্তাবেষ্টিত করাচীর একটি বাসভবনে।
×