ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ পেট্রোল পাম্পে আগুন, তিন গাড়ি ভস্মীভূত

প্রকাশিত: ০৪:৪৬, ১২ নভেম্বর ২০১৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ পেট্রোল পাম্পে আগুন, তিন গাড়ি ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১১ নবেম্বর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় নাহিয়ান পেট্টোল পাম্পে আগুন লাগে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসলে তিন ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক আবু জাফর জানান, সকাল সাড়ে ৮টায় নাহিয়ান পেট্টোল পাম্পে একটি তেল ভর্তি লরি দাঁড়িয়ে ছিল। এ সময় গ্যাস সিলিন্ডারচালিত যাত্রীবাহী একটি বাস পেট্টোল পাম্পে ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা তেলবাহী লরিকে ধাক্কা দেয়। এতে বাসের গ্যাস সিলিন্ডার নিচে পড়ে বিস্ফোরণ হয়ে আগুন লেগে গেলে যাত্রীবাহী বাস, তেলবাহী লরি এবং একটি কাভার্ড ভ্যান আগুনে পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
×