ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

প্রকাশিত: ০৪:৩৬, ১২ নভেম্বর ২০১৪

ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে বিশ্বকাপে সেমিফাইনালে হেরে বেদনায় ভারাক্রান্ত হতে হয় ব্রাজিলকে। সেই শোক ভালভাবেই কাটিয়ে উঠছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের পর টানা চার ম্যাচ জিতে সে স্বাক্ষরই রেখেছে সেলেসাওরা। নতুন অধিনায়ক নেইমার ও কোচ কার্লোস দুঙ্গার অধীনে অপ্রতিরোধ্য পেলের দেশ। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোতে একটি গোলও হজম করেনি তারা। এবার টানা পঞ্চম জয়ের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল। আজ বুধবার রাতে ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক তুরস্কের বিরুদ্ধে খেলবে সাম্বা ছন্দের দেশ। আজ রাতে মাঠে নামছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও। নিরপেক্ষ ভেন্যু লন্ডনের ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠ আপটন পার্কে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপরা। এই ম্যাচের মধ্য দিয়ে তিন বছর পর ফের জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় আছেন তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজ। আজ অন্য প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে হল্যান্ড-মেক্সিকো, বেলজিয়াম-আইসল্যান্ড ও নরওয়ে-এস্তোনিয়া। তুরস্কের বিরুদ্ধে ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন বেনফিকার এ্যাটাকিং মিডফিল্ডার এ্যান্ডারসন টালিসকা। লুকাসের চোটই ভাগ্য খুলে দিয়েছে তরুণ এই ফুটবলারের। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন জানায়, চোটের কারণে পিএসজির মিডফিল্ডার লুকাসকে দল থেকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে তুরস্ক ও অস্ট্রিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের দলে নেয়া হয়েছে ২০ বছর বয়সী টালিসকাকে। আক্রমণাত্মক মিডফিল্ডার তালিসকার এখনও ব্রাজিলের জার্সি গায়ে অভিষেক হয়নি। আজ তুরস্কের বিরুদ্ধে ম্যাচের পর ১৮ নবেম্বর ভিয়েনায় অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। বিশ্বকাপের ব্যথা ভুলে এ মুহূর্তে উড়ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অক্টোবর মাসের মাঝামাঝিতে অধিনায়ক নেইমারের দুর্দান্ত নৈপুণ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয় পায় ব্রাজিল। সিঙ্গাপুরের ন্যাশলাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৪-০ গোলে পরাজিত করে এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে। ব্রাজিলের হয়ে হ্যাটট্রিকসহ চারটি গোলই করেন ২২ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড নেইমার। জিলেট গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে এশিয়া সফরে যা ছিল ব্রাজিলের টানা দ্বিতীয় জয়। এর আগে চীনের বার্ড নেস্ট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় কার্লোস দ্ঙ্গুার দল। সবমিলিয়ে বিশ্বকাপের পর টানা চতুর্থ জয় পেয়েছে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে কলম্বিয়া ও ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল সেলোসাওরা। এরপর থেকেই ক্রমশই দুর্ধর্ষ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান ফ্টুবলাররা। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ধীরে ধীরে ফিরে পাচ্ছেন সেই চেনা সাম্বা ছন্দ। লিওনেল মেসির আর্জেন্টিনাকে নাকাল করার পর জাপানকে বিধ্বস্ত করে সে স্বাক্ষরই রেখেছেন নেইমার, কাকা, রবিনহো, তারদেল্লিরা। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য নেইমার করেছেন ৪০ গোল।
×