ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লা বিভাগ চাই

প্রকাশিত: ০৫:২৭, ১১ নভেম্বর ২০১৪

কুমিল্লা বিভাগ চাই

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৭৯০ সালে প্রতিষ্ঠিত, গোমতী নদীর তীরে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম কুমিল্লা। যা দেশের দ্বিতীয় আবাসিক রাজধানী হিসেবেও পরিচিত। কিন্তু বর্তমানে দেশের অন্য অনেক জেলার তুলনায় উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে এ জেলাটি অথচ এ জেলায় জন্মেছেন মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীসহ অনেক বিখ্যাত ব্যক্তি। যাঁরা সবাই নিজ নিজ কর্মে কীর্তিমান। দেশের বৃহত্তর জেলা সিলেট ও বরিশাল এবং রংপুরকে বিভাগ করা হলেও এ সুপ্রাচীন জেলাটিকে এখনও পর্যন্ত বিভাগ করা হয়নি। যা অত্যন্ত হতাশা এবং দুঃখজনক। তাই বৃহত্তর কুমিল্লাবাসীর প্রাণের দাবি অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক। এ জন্য প্রথমে জেলার নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, ফেনীর দাগনভূঁইয়া এবং নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার সমন্বয়ে কুমিল্লার নাঙ্গলকোটকে জেলা ঘোষণা করা হোক। পরে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং উপস্থাপিত নাঙ্গলকোট জেলার সমন্বয়ে কুমিল্লা বিভাগ গঠন করা হলে এই বিভাগের আয়তন হবে ১৩,৩০২ বর্গকিলোমিটার যা আয়তনে সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের চেয়েও বড় হবে। এই সাত জেলা নিয়ে কুমিল্লা বিভাগ গঠিত হলে এখানকার জনসংখ্যা হবে প্রায় ২ কোটি যা সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের জনসংখ্যারও প্রায় দ্বিগুণ। এমতাবস্থায়, জনসেবার জন্য প্রশাসন এবং জনমুখী প্রশাসন গড়ে তুলতে ঢাকা থেকে ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত সুপ্রাচীন জেলা কুমিল্লাকে উল্লেখিত ৭টি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। মোঃ আলাউদ্দিন মজুমদার নাঙ্গলকোট, কুমিল্লা।
×