ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি

প্রকাশিত: ০৫:৩০, ৭ নভেম্বর ২০১৪

বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে। এই তালিকায় দ্বিতীয়বারের মতো শীর্ষে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। দ্বিতীয় স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে দুই বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তকমাটি ছিল ওবামার দখলেই। খবর ওয়েবসাইটের। ফোর্বসের সম্পাদকেরা, উপদেষ্টাগণ শত শত মনোনীত ব্যক্তির তালিকা থেকে ৭২ জনকে নির্বাচন করেছেন। সাময়িকীটির অনলাইন ভার্সনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ইউক্রেন সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রবল বাধার মুখেও পুতিনের রাজনৈতিক অভিলাষই এক অর্থে পূরণ হয়েছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার পরও সবকিছু শক্ত হাতেই মোকাবিলা করছেন পুতিন। এসব কিছুই তাঁকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে। সাবেক কেজিবি কর্মকর্তা পুতিন ১৪ বছরের শাসনকালে রাশিয়ার ওপর নিজের কর্তৃত্ব প্রতিনিয়ত সংহত করে গেছেন। অন্যদিকে ওবামার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বের অর্থনীতিতে শীর্ষস্থানে থাকলেও সম্প্রতি চীনের কাছে অবস্থান হারায় । এসব বিবেচনায় তাঁর এক ধাপ অবনমন হয়েছে।
×