ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক কমেছে বেড়েছে লেনদেন

প্রকাশিত: ০৪:৩৭, ৬ নভেম্বর ২০১৪

পুঁজিবাজারে সূচক কমেছে বেড়েছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় পুঁজিবাজারে তৃতীয় দিনের মতো দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা হরতালের মতো কর্মসূচীর কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা কমে যাওয়ার কারণেই এই দরপতন ঘটেছে। সূচক কমলেও দিনটিতে আগের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। প্রকৌশল খাতের কোম্পানিগুলোর দর বাড়লেও অন্য খাতের দর কমেছে। মূলত প্রকৌশল খাতের নতুন কোম্পানি তালিকাভুক্তির কারণেই খাতটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। সেখানে লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর আগে সোমবার ডিএসইর সার্বিক সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৬৫ পয়েন্টে। ওইদিন সেখানে লেনদেন হয় ৬৮০ কোটি ৯২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৬২ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার টাকা বা ৯.২৩ শতাংশ। বিশ্লেষণে দেখা গেছে, দিনটিতে ডিএসইর সেরা ২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৩৯২ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫২.৮৩ শতাংশ। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। দিনভর এ কোম্পানির ৯৫ লাখ ১৬ হাজার শেয়ার ৬৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩৫ কোটি ৯৯ লাখ, খুলনা পাওয়ার কোম্পানির ৩২ কোটি ৮০ লাখ, কেয়া কসমেটিকসের ২৭ কোটি ১৭ লাখ, সামিট এলায়েন্স পোর্টের ২০ কোটি ৮৪ লাখ, সাইফ পাওয়ারটেকের ১৯ কোটি ৮১ লাখ, স্কয়ার ফার্মার ১৯ কোটি ৭৯ লাখ, সামিট পাওয়ারের ১৯ কোটি ৬৪ লাখ, তিতাস গ্যাসের ১৭ কোটি ৬ লাখ এবং গ্রামীণফোনের ১৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। সেখানে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকা। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সাইফ পাওয়ার টেক, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মবিল যমুনা বিডি, সামিট পোর্ট এলায়েন্স, কেয়া কসমেটিকস এবং জিবিবি পাওয়ার।
×