ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাণী চিরন্তনী

প্রকাশিত: ০৪:৩১, ৬ নভেম্বর ২০১৪

বাণী চিরন্তনী

ব্যক্তি ও সমাজের ভিত্তির উপরে ধর্ম নয়, ধর্মের ভিত্তির উপরেই ব্যক্তি ও সমাজ। সমাজ যেটাকে চায় সেইটেই যদি ধর্ম বলে মানতে হয় তা হলে সমাজেরই মাথা খাওয়া হয়। সমাজ যদি আমার কোন ন্যায়সঙ্গত, ধর্মসঙ্গত স্বাধীনতায় বাধা দেয় তাহলে সেই অসঙ্গত বাধা লঙ্ঘন করলেই সমাজের প্রতি কর্তব্য করা হয়। Ñরবীন্দ্রনাথ ঠাকুর নির্লোভ, নিরহঙ্কার, দ্বন্দ্বাতীত হলেÑ লোভ, অহঙ্কার ও দ্বন্দ্বের মাঝে নেমে অবিচলিত শান্তচিত্তে কর্ম করা যায়। প্রশংসা, জয়ধ্বনি, অভিনন্দন তখন কর্মীকে ফানুসের মত কাঁপিয়ে তোলে না। নিন্দা, হিংসা, অপমান, পরাজয় তখন কর্মীকে নিরাশ করতে পারে না, তার অটল ধৈর্য ও বিশ্বাসকে টলাতে পারে না। Ñকাজী নজরুল ইসলাম
×