ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:০৬, ৬ নভেম্বর ২০১৪

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয় : দৈনন্দিন বিজ্ঞান ১. প্রকৃতির লাঙল বলা হয় কাকে? ক) ইঁদুর খ) কেঁচো গ) সজারু ঘ) খরগোশ ২. দ্রুততম বৃদ্ধিসম্পন্ন গাছ কোনটি? ক) ইপিল ইপিল খ) ইউক্যালিপটাস গ) রেডউড ট্রি ঘ) ওয়েলিংটনিয়া ৩. বানরের কয়টি পা? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) একটি ৪.ধানগাছের ক্রোমোজোমের সংখ্যা কত? ক) ১২টি খ) ১৬টি গ) ২০টি ঘ) ২৪টি ৫. নরকঙ্কালে মোট অস্থির সংখ্যা কত? ক) ২০৬ খানা খ) ২০৮ খানা গ) ২০২ খানা ঘ) ২০৪ খানা ৬. হৃদপিন্ডের প্রসারণকে কি বলে? ক) সিস্টোল খ) ডায়াস্টোল গ) সাইন্যাসপস্ ঘ) ডেনড্রট ৭. এনাটমির জনক কে? ক) ভেসালিয়াস খ) উইলিয়াম হার্ভে গ) রাসেল ওয়ালে ঘ) জন ফ্লেমিং ৮. অন্ধকারে অঙ্কুরিত হয় কোন পুষ্প? ক) বেলী খ) গাঁদা গ) জুঁই ঘ) জবা ৯. কোনটির মূল নেই? ক) মস খ) ফার্ন গ) একবীজি ঘ) দ্বিবীজি ১০.ইউরিয়া সারে সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে? ক) ৪০% খ) ৪৬% গ) ৫০% ঘ) ৫৫% ১১. সেভিং সাবানের উপাদান কোনটি? ক) সিলিকেট খ) কস্টিক সোডা গ) কস্টিক পটাশ ঘ) সোপ পাউডার ১২. সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না। কোনটি? ক) গাছের পাতা খ) বায়ুম-ল গ) ফল ঘ) মাটি ১৩. নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি? ক) তেগালাকৃমি খ) ফিতাকৃমি গ) পাতাকৃমি ঘ) সুতাকৃমি ১৪.সূর্যের নিকটতম গ্রহ কোনটি? ক) বুধ খ) বৃহস্পতি গ) শনি ঘ) পৃথিবী ১৫. নিম্নের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? ক) নিউক্লিয় জ্বালানি খ) কয়লা গ) সূর্যরশ্মি ঘ) প্রাকৃতিক গ্যাস ১৬. নিম্নের কোনটি শক্ত পদার্থ? ক) হীরক খ) ইস্পাত গ) টাইটানিয়াম ঘ) প্লাটিনাম ১৭. মুক্তা হল ঝিনুকের- ক) খোলাসের টুকরা খ) প্রদাহের ফল গ) চোখের মনি ঘ) জমাট হরমোন ১৮. দিয়াশলাইয়ের কঠিন মাথায় কোনটি থাকে? ক) লোহিত ফসফরাস খ) শ্বেত ফসফরাস গ) কয়লা ঘ) ক্যালসিয়াম কার্বনেট ১৯.জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? ক) টাইবাহন খ) রোটারী গ) মোটর ঘ) রি-অ্যাকশন ২০. কম্পিউটার ব্রেইন বলা হয় কাকে? ক) প্রোগ্রাম খ) কী-বোর্ড গ) মাদার বোর্ড ঘ) হার্ড ডিস্ক ২১.খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে- ক) অক্সিজেন খ) নাইট্রোজেন গ) কার্বন-ডাই-অক্সাইড ঘ) জলীয় বাষ্প ২২. ফল পাকানোর জন্য দায়ী কে? ক) ইথিলিন খ) লাইকোপেন গ) প্রপিন ঘ) মিথিলিন ২৩. রক্তের কোন গ্রুপকে সর্বজনী দাতা বলা হয়? ক) অই খ) অ গ) ই ঘ) ঙ ২৪. গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? ক) ফাইলেরিয়া কৃমি খ) প্লাজমোডিয়াম গ) এ্যামিবা ঘ) সালমোনেলা ২৫. ভাইরাস একটি- ক) এককোষী জীব খ) দ্বিকোষী জীব গ) অকোষী জীব ঘ) বহুকোষী জীব উত্তর : ১.খ ২.ক ৩.গ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.খ ১১.গ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.ঘ ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.গ।
×