ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ কাল থেকে শুরু ॥ ও. কাদের

প্রকাশিত: ০৪:৫৬, ২৯ অক্টোবর ২০১৪

পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ কাল থেকে শুরু ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর মনিটরিংয়ে শতভাগ স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। ৩০ অক্টোবর থেকে মাটি পরীক্ষার কাজ শুরু হবে। নদী শাসনের চুক্তি সম্পন্ন হবে আগামী ১০ থেকে ১৫ নবেম্বরের মধ্যে। পদ্মা সেতুর অনেক মালামাল মাওয়ায় পৌঁছেছে আরও মালামাল পথে রয়েছে। বিদেশী প্রকৌশলীরাও বাংলাদেশ এসে তাঁদের কাজকর্ম শুরু করেছেন। শীঘ্রই মূল সেতুর কাজ শুরু হবে। তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু চলাচল উপযোগী হবে। সেই অনুযায়ী রাস্তা-ঘাটগুলোকে তৈরির ব্যাপারেও পরিকল্পনা চলছে। এই মহাসড়ক অন্তত ফোর লেনে প্রশস্ত করার প্রকল্প হাতে নেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে তিনি পদ্মার সেতুস্থল এবং ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শনে এসে শ্রীনগর উপজেলার শ্রীনগর উপজেলার ষোলঘরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শুধু চালকের সঙ্গে বেপোরায়া গতির চালানাই সড়ক দুর্ঘটনার প্রথম কারণ নয়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক, নসিমন, করিমন ও রিক্সা চলাচলও নানা সমস্যার সৃষ্টি করছে। তাই আগামী ১২ নবেম্বর থেকে মহাসড়কগুলোতে এসব যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ১২ নবেম্বরের পর মহাসড়কের অনুমোদিত এসব যানবাহনের ব্যাপারে এবং সড়ক ও মহাসড়কে পাশের অবৈধ দখলমুক্ত করার অভিযান আরও জোরদার করা হবে।
×