ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জীবন ঝুঁকিতে

প্রকাশিত: ০৪:৪৩, ২৯ অক্টোবর ২০১৪

জীবন ঝুঁকিতে

হাওয়াই দ্বীপপুঞ্জের কিলায়ি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে গত ত্রিশ বছরের অধিক সময় ধরে লাভা উদগিরন হচ্ছে। সম্প্রতি লাভা উদ্গিরণের পরিমাণ এমন আকারই ধারণ করেছে যে ঐ অঞ্চলের মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। হাওয়াই দ্বীপের পূর্বাঞ্চলে কিলায়ি আগ্নেয়গিরির লাভা। খোলা মাঠ থেকে শুরু করে ফাহোয়া সেমেট্রি পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ফাহোয়া গ্রামের দিকে লাভা ধাবিত হচ্ছে। ফাহোয়া গ্রামের রাস্তা থেকে মাত্র ছয় শ’ গজ দূর দিয়ে লাভা প্রবাহিত হচ্ছে। যে কোন সময় ঐ রাস্তা থেকে শুরু করে পুরো গ্রাম লাভায় ধ্বংস হয়ে যেতে পারে। গলিত এই লাভার উষ্ণতা নয় শ’ ডিগ্রী সেলসিয়াসের বেশি। বিপুল তাপমাত্রার এই লাভা বাড়িঘর,গাছপালা এমনকি পাথরকেও গলিয়ে দিচ্ছে। ত্রিশ বছর ধরে উদ্গিরিত লাভায় এ পর্যন্ত দুই শতাধিক স্থাপনা নষ্ট হয়েছে। এখন কিলায়ি আগ্নেয়গিরির পু’অ জ্বালামুখ থেকে জোর গতিতে লাভা উদগিরণ হয়ে হাওয়াই দ্বীপের পূর্বাঞ্চলে বাসিন্দাদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। ইতোমধ্যে ওই অঞ্চলের মানুষরা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়স্থলে ছুটে যাচ্ছে। প্রশাসনও এই ব্যাপারে বেশ তৎপর ভূমিকা পালন করছে। আশার কথা, ভয়ঙ্কর এই লাভায় এখন পর্যন্ত কোন প্রাণহানি ঘটেনি। শুধু স্থাপনা নষ্ট হয়েছে। তবে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে তা হলো ঐ অঞ্চলটি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। লাইভ সায়েন্স অবলম্বনে মোঃ আরিফুর রহমান
×