ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

waltonbd
waltonbd
Sopno
Sopno
নেতাকর্মীদের কারাগারে ঢোকাতে বেপরোয়া সরকার ॥ ফখরুল

নেতাকর্মীদের কারাগারে ঢোকাতে বেপরোয়া সরকার ॥ ফখরুল

মামলায় সাজা প্রদানের পর বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে সরকার প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  মির্জা ফখরুল বলেন, জামিন নামঞ্জুর করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার। এরই অংশ হিসেবে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিবসহ ক’জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। হাবিবুর রশিদ হাবিব, মাকসুদ হোসেন ও মোহাম্মদ আরিফ হাসানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দর্শনার্থীদের সমাগমে মুখর ইছামতি মেলা

দর্শনার্থীদের সমাগমে মুখর ইছামতি মেলা

মীরসরাইয়ের জোরারগঞ্জে ২শ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী ইছামতি মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই গ্রামীণ বৈশাখী মেলা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থীর সমাগমে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। বাংলা মাসের ৬ বৈশাখ প্রতি বছর মেলাকে ঘিরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শতাধিক দোকানি বিভিন্ন পণ্যের পসরা নিয়ে আসেন। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও ক্রেতাদের মন আকৃষ্ট করতে মৃৎ শিল্পীরা মাটির বিভিন্ন খেলনা, হস্তশিল্পীরা বাঁশ, বেত, কাঠ, লোহা, শঙ্খের তৈরি বিভিন্ন পণ্যের পসরা নিয়ে এসেছেন মেলায়। মেলায় উঠেছে বিভিন্ন খেলনা, খাবার ও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্রের দোকানও।

চুনারুঘাটে পাহাড় টিলা কেটে বালু লুট, হুমকিতে পরিবেশ

চুনারুঘাটে পাহাড় টিলা কেটে বালু লুট, হুমকিতে পরিবেশ

চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ি এলাকায় অবস্থিত দুর্গম পানছড়ি। পরিবেশ বিপন্ন করে বালু উত্তোলন অব্যাহত। এসব দেখার যেন কেউ নেই। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান হয়। এতে ভালো ফল আসছে না। হবিগঞ্জ জেলা শহরে পরিবেশ অধিদপ্তরের অফিস থাকলেও তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেই সঙ্গে বালু উত্তোলনকারীরা ভয়ানক। শুধু তাই নয়, হলুদ সাংবাদিকরাও মাসোহারা পেয়ে থাকেন। এখানে সরেজমিন গিয়ে সংবাদ সংগ্রহে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। দিনের পর দিন অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে বেহাল হয়েছে ওই এলাকার রাস্তাঘাট। টিলা কেটে বালু তোলায় হুমকির মুখে পড়েছে পানছড়ি এলাকাসহ প্রাকৃতিক পরিবেশ।

IFIC
IFIC
নাটকের গানে সানাম সুমী

নাটকের গানে সানাম সুমী

দুই বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সানাম সুমী নিজের প্রতিভার প্রমাণ অনেক আগেই দিয়েছেন। তার কণ্ঠে কয়েকটি গান ব্যাপক শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। এই গায়িকার ঈদ আয়োজনে মুক্তি পেয়েছে নতুন একটি গান। শিরোনাম ‘অনুভবে তুই, ভাবনাতেও তুই’। তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছে টি কে তারিক। গানটির কথা ও সুর করেছেন এইচ এম রিপন এবং সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। গানটি ‘রিটার্ন টিকিট’ নামের ঈদের বিশেষ নাটকে ব্যবহৃত হয়েছে। নাটকটি চ্যানেল নাইনে প্রচারিত হয়েছে। গানটি মুক্তি পেয়েছে প্লে মিউজিক প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সালহা খানম নাদিয়া এবং গোলাম কিবরিয়া তানভীর অভিনয় করেছেন। প্লে­ মিউজিকের ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন এস এম রুবেল রানা। নাটকটি প্রযোজনা করেছেন কাজী মোর্শেদ মুন্না।

ফিলিস্তিনিদের স্বপ্ন ভঙ্গ

ফিলিস্তিনিদের স্বপ্ন ভঙ্গ

মার্কিন ভেটোতে ফিলিস্তিনিদের স্বপ্ন ভঙ্গ। ফিলিস্তিনকে জাতিসংঘের ‘পূর্ণাঙ্গ সদস্যপদ’ দেওয়ার প্রস্তাবে সরাসরি ভেটো দিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলা হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে আলজিরিয়া প্রস্তাবটির খসড়া তৈরি করে। সেখানে বলা হয়, ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হোক। ১২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। দুইটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। আমেরিকা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। অর্থাৎ, নিজেদের ভেটো ক্ষমতা ব্যবহার করে তারা। খবর বিবিসি, এএফপি ও আলজাজিরা অনলাইনের।

মুখরিত আমেরিকার রাজপথ, নাচে-গানে বর্ষবরণ

মুখরিত আমেরিকার রাজপথ, নাচে-গানে বর্ষবরণ

আনন্দ ঘন পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেইটের অন্যতম প্রধান আকর্ষনীয় পর্যটক এলাকা হিসেবে পরিচিত টাইম স্কয়ার, জেকসন হাইটাস, ব্রন্কস, কুইন্স ও জামাইকা সহ নানা সিটি এমন কী মিশিগান স্টেইটের নানান সিটিতে উদযাপিত হলো বাঙালীদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ 'বাংলা বর্ষবরণ'-১৪৩১। 'সহস্র কণ্ঠে বিশ্ব বাঙালি' এমন শ্লোগান নিয়ে বাংলাদেশের আবহাওমান সংস্কৃতির ঐতিহ্য দেশাত্মবোধক সহ নানা গান, নৃত্য, আবৃত্তি এবং একক অভিনয়, নাটিকা ও যাত্রা পালা মঞ্চস্থের মাধ্যমে গত ১৩ ও ১৪ এপ্রিল ওইসব স্থানে অনুষ্ঠিত জমকালো আয়োজনে পহেলা বৈশাখকে প্রাণের ছোয়ায় স্বাগত জানানো হয়। এতে প্রবাসী বাংলাদেশি নর-নারীরা নানান সুস্বাদু খাবারের স্টল দিয়ে হাজার হাজার ডলার আয় করে আনন্দে আত্মহারা হয়ে উঠেন। এ সময় হাজার হাজার প্রবাসী বাংলাদেশি সহ ভিনদেশীয় সংস্কৃতিমনা নারী-পুরুষের সমাগম ঘটে। ফলে সংশ্লিষ্ট অনুষ্ঠান স্থল গুলো হয়ে উঠে প্রাণবন্ত এবং উচ্ছাসে মেতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমেরিকা সহ বিশ্বের সর্বত্র তুলে ধরে এক অনন্য ইতিহাসের জন্ম দেয় কণ্ঠ শিল্পী,হাজারো থেকে লাখো দর্শকের সমুদ্র। সংশ্লিষ্ট আয়োজকরা জনকণ্ঠের এই প্রতিনিধিকে জানিয়েছেন, এবারের আয়োজন মাতৃভূমি বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যকে বিশ্ব দরবারে আরো সুপরিচিত ও প্রতিষ্ঠিত শুধু করেই নি বরং আমাদের প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রাণিতও করেছে। আগামীতেও এমনি ভাবে আরো নতুন মাত্রায় বর্ষবরণ উদযাপন করা হবে।