ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

waltonbd
waltonbd
Sopno
Sopno
নেতাকর্মীদের কারাগারে ঢোকাতে বেপরোয়া সরকার ॥ ফখরুল

নেতাকর্মীদের কারাগারে ঢোকাতে বেপরোয়া সরকার ॥ ফখরুল

মামলায় সাজা প্রদানের পর বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে সরকার প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  মির্জা ফখরুল বলেন, জামিন নামঞ্জুর করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার। এরই অংশ হিসেবে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিবসহ ক’জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। হাবিবুর রশিদ হাবিব, মাকসুদ হোসেন ও মোহাম্মদ আরিফ হাসানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

SomajVabna
IFIC
IFIC
লিভারপুলের বিদায়, সেমিতে লেভারকুসেন

লিভারপুলের বিদায়, সেমিতে লেভারকুসেন

শঙ্কাটাই সত্যি হলো। উয়েফা ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব আটালান্টার কাছে ৩-০ গোলে হারের পর সেমিফাইনালে খেলতে হলে ফিরতি লেগে অবিশ্বস্য কিছু করতে হতো দ্য রেডসদের। কিন্তু বৃহস্পতিবার রাতে শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচে মাত্র ১-০ গোলে জিতেছে লিভারপুল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোচ জার্গেন ক্লপের দল। আর সেমিতে উঠেছে আটালান্টা।  অন্যদিকে ইতিহাস গড়ে সেমির টিকিট কেটেছে সদ্যই জার্মান বুন্দেসলিগায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ট্রফি জয় করা বেয়ার লেভারকুসেন। ফিরতি লেগ ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। প্রথম লেগে জার্মান ক্লাবটির জয় ছিল ২-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে লেভারকুসেনের জয় ৩-১ গোলে।  ইউরোপা লিগ থেকে লিভারপুলের বিদায়ের সঙ্গে সঙ্গে ইংলিশ ক্লাবটির সঙ্গে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোচ জার্গেন ক্লপের অধ্যায়ও শেষ হয়েছে। কেননা, মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণাটা গত জানুয়ারিতেই দিয়ে রেখেছেন জার্মান কোচ। এবার ক্লপের বিদায়টা রাঙিয়ে দিতে মোট চারটি ট্রফি জয়ের সম্ভাবনা ছিল লিভারপুলের। এগুলো হলোÑ ইংলিশ লিগ কাপ, ইংলিশ এফএ কাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা ইউরোপা লিগ। এর মধ্যে লিগ কাপটা শুধু জিতেছে। কিন্তু এফএ কাপ থেকে বিদায় নিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে। প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে তৃতীয় অবস্থানে লিভারপুল। হাতে আছে ৬টি ম্যাচ। এবার বিদায় নিতে হয়েছে ইউরোপা থেকে। লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ক্লপের এই ক্লাবে ৯ বছরের কোচিং ক্যারিয়ারে এটা ছিল ৯১তম ইউরোপিয়ান ম্যাচ। ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর আর গোল পায়নি লিভারপুল। যার খেসারত দিতে হয়েছে তল্পিতল্পা গোছানোর মধ্য দিয়ে। বিদায়ের পর লিভারপুল কোচ ক্লপ বলেন, মিশ্র অনুভূতি হচ্ছে। আমরা বাদ পড়েছি। তবে ম্যাচ নিয়ে আমি সন্তুষ্ট। আমাদের সামনে লক্ষ্যটা কঠিন ছিল। ডাবলিনে (ফইনালে ভেন্যু) যাওয়ার আশা করেছিলাম। কিন্তু সেটা হলো না। এখন আমাদের সামনে শুধু একটি প্রতিযোগিতাই (প্রিমিয়ার লিগ) আছে। সেখানে নিজেদের আমরা নিংড়ে দেব। লিভারপুল না পারলেও স্বপ্নের মতো মৌসুম অতিবাহিত করছে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন।

মস্কো উৎসবে লাল গালিচায় প্রিয়াম

মস্কো উৎসবে লাল গালিচায় প্রিয়াম

শুক্রবার থেকে শুরু হয়েছে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগেই জানা গেছে, বিশ্বের মর্যাদাসম্পন্ন এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এবং প্রদর্শনীতে উপস্থিত থাকতে এরই মধ্যে মস্কো পৌঁছেছেন সিনেমার পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি।   শুক্রবার স্থানীয় সময় ছয়টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়) তারা হাঁটেন উদ্বোধনী আয়োজনের গুরুত্বপূর্ণ ইভেন্ট রেড কার্পেটে।  লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতা জানিয়ে প্রিয়াম অর্চি বলেন, শাড়ি পরার কারণে সবার সেন্টার অব অ্যাটেনশন হয়ে গিয়েছিলাম! এসে কথা বলছিল, প্রশংসা করছিল, ছবি তুলছিল। তবে সবাই প্রথমে ইন্ডিয়ান ভাবছিল, পুরো সন্ধ্যা এটা কারেক্ট করতে করতে চলে গেল। পরিচালক আসিফ ইসলাম বলেন, এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশকে নিয়ে এতবড় উৎসবে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। জানা যায়, আগামী ২২ এপ্রিল উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি। ভাগ্য সুপ্রসন্ন হলে জুটে যেতে পারে পুরস্কারও। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে উৎসবের শেষ দিন আগামী ২৬ এপ্রিল অবধি।

আদালতে ট্রাম্প, বাইরে আগুনে যুবকের আত্মহত্যা

আদালতে ট্রাম্প, বাইরে আগুনে যুবকের আত্মহত্যা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার কাজ চলার সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন আদালতের বাইরে নিজ গায়ে আগুন দেওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। ম্যানহাটনের এই আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারকাজ চলছিল। এ সময় আদালতের বাইরে ম্যাক্সওয়েল আজারেলো (৩৭) নামের এক যুবক নিজের শরীরে আগুন দেন। শনিবার ঘটনাটি ঘটে। এ সময় ট্রাম্প আদালতকক্ষে ছিলেন। ঘটনার পরপর ট্রাম্প আদালত ত্যাগ করেন। খবর বিবিসির। তবে ম্যাক্সওয়েল কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তার এমন কর্মকা-ের পেছনে কেউ জড়িত কি না সে বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। ম্যাক্সওয়েল প্রথমে বাতাসে ‘ষড়যন্ত্র-তত্ত্বের’ প্রচারপত্র ছুড়ে দেন। এরপর নিজের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর অবস্থায় ম্যাক্সওয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরাইল উত্তেজনা

স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরাইল উত্তেজনা

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে বলে সতর্ক করেছে তুরস্ক। শনিবার এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশটি বলেছে, চলমান উত্তেজনা বৃহত্তর সংঘাতে গড়াতে পারে। শুক্রবার ইরানে ইসরাইলের হামলার পর উভয় দেশকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপির। সর্বশেষ পরিস্থিতির আলোকে চলমান উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে। দামেস্কে ইরানি দূতাবাসে ইসরাইলের বেআইনি হামলার মাধ্যমে এই উত্তেজনার সূচনা হয়েছে। মন্ত্রণালয় গুরুত্বারোপ করে বলেছে, গাজায় সংঘাত বন্ধ এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করার বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দেওয়া উচিত।