ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেবাচিমে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০০:১১, ৩ জুলাই ২০১৬

শেবাচিমে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেবাচিম হাসপাতালের সার্জারী-২ ইউনিটে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কলেজ ছাত্র সজল হাওলাদার (১৮) আজ রবিবার দুপুরে মারা গেছেন। নিহত সজল ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কান্দেবপুর গ্রামের রফিক হাওলাদারের পুত্র ও মোল্লারহাট ডিগ্রি কলেজের ছাত্র। নিহতের পিতা রফিক হাওলাদার জানান, সকালে খবর পেয়ে মালুহার প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গুলিবিদ্ধ অচেতন অবস্থায় সজলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। তবে কারা কিভাবে এ হামলা চালিয়েছেন তা এখনও জানতে পারেননি। শেবাচিমের সার্জারী ইউনিটের সহকারী রেজিষ্ট্রার শহিদুল ইসলাম জানান, সজলের বাম পায়ের হাঁটুর ওপরে একটি বুলেট প্রবেশের ক্ষত চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, গুলিবিদ্ধর ক্ষতস্থান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। পুলিশে নিহতের লাশের সুরাতাহাল শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। নলছিটি থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
×